Connecting You with the Truth

উপজেলা নির্বাচন আটপাড়ায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নেত্রকোনা সদর:

নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ-বিএনপির ১১ প্রার্থী গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিল করেছেন। আটপাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফ হোসেন প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর আটপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার, কেন্দ্রীয় আ’লীগ নেতা আবু সাঈদ খান, মো. আলমগীর হাসান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুজ্জামান খান লিটন, সাবেক এমপি পুত্র খায়রুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান চৌধুরী রেনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক তানভীর জাহান চৌধুরী গতকাল সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

Comments
Loading...