উল্লাপাড়ায় ভূমি অফিসে আগুন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম আলম জানান, সামনের দিকে এমএলএসএস দায়িত্বরত থাকায় উপজেলা পরিষদ চত্বরের পূর্ব দিকে অবস্থিত ভূমি অফিসের পেছন দিক থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
মুহূর্তের মধ্যেই আগুন অফিস কক্ষে ছড়িয়ে পড়ে বেশকিছু কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নির্ণয় করা যায় নি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অফিসের গুরুত্বপূর্ণ বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে।