Connecting You with the Truth

উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে সাদিয়ার পরিবার

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী:
আবু ইউসুফ আলী মোল্লা বালিকা বিদ্যালয় ৯ম শ্রেণিতে অধ্যয়নরত মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের চৈতা গ্রামের মো. আসাদ হাং এর মেয়ে মোসাঃ সাদিয়া আক্তার (১৪) চৈতা। স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো একই গ্রামের মো. খবির হাং এর ছেলে মো. জুলহাস হাং (২৫)। বিষয়টি সাদিয়ার মা-বাবা জানতে পেরে সাদিয়াকে খালার বাড়ি পাঠিয়ে দেয়। গত ১লা আগস্ট প্রসাধনী কেনার উদ্দেশ্যে সাদিয়া খালার বাসা থেকে বের হবার পর বাসায় ফেরেনি। এ ঘটনায় আতঙ্কিত হয় সাদিয়ার পরিবার। পরের দিন বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। যার নং-৫৫, তারিখ: ০২-০৮-২০১৪ইং । এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর লোকমুখে জানতে পারে বাকেরগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ডের সদর রোড থেকে সাদিয়াকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সাদিয়ার মা মোসাঃ ছুরাইয়া বেগম বাদী হয়ে চার (৪) জনের নামে একটি অপহরণ মামলা নং- ১১/২৩০ করেন। গত ৯ আগস্ট এজাহারভুক্ত আসামি মো. খলিল হাং গ্রেফতার হন। দীর্ঘ ১ মাস হাজত বাসের পর জামিনে মুক্তি পেয়ে খলিল হাং ও সোহাগ হাং সহ আসামিরা মামলা তুলে নেয়ার জন্য সাদিয়ার পরিবারকে হুমকি দিতে থাকে। এ ঘটনায় এখন আতঙ্কে আছে সাদিয়ার পরিবার। এদিকে এখন পর্যন্ত সাদিয়ার কোন খোঁজ না মেলায় উৎকণ্ঠা বিরাজ করছে তাদের মাঝে।

Comments
Loading...