Connecting You with the Truth

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের জয়

s-6
স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ারের ক্লাব লিভারপুল। ম্যাচে ২-১ গোলে অল-রেডসরা হারিয়েছে বুলগেরিয়ার দল লুদোগোরেতসকে। এছাড়া জয় পেয়েছে জেনিথ ও মোনাকো। ৫ বছর পর আবারো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা লিভারপুল প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। ঘরের মাঠ অ্যানফিল্ডে তারা ম্যাচের ৮২ মিনিটে গোল পায়। লিভারপুলে এ মৌসুমে নতুন আসা ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি গোল করে দলকে লিড এনে দেন। আলবের্তো মোরেনোর পাস থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেন নি বালোতেল্লি। লিভারপুলের জার্সি গায়ে এটাই তার প্রথম গোল। বালোতেল্লির গোলে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারে নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লুদোগোরেতসকে সমতায় ফেরান দানি আবালো। হামজা ইয়োনেসের অ্যাসিস্টে গোলটি করেন তিনি। এরপরই শুরু হয় নাটকীয় মুহুর্ত। অতিরিক্ত সময়ের যোগ করা ৫ মিনিটের দ্বিতীয় মিনিটে লিভারপুলের একজন খেলোয়াড়কে লুদোগোরেতসের গোলরক্ষক মিলান বোরজান ফাউল করায় ম্যাচের দায়িত্বে থাকা রেফারি এম জাগ পেনাল্টির বাঁশি বাজান এবং তাকে হলুদ কার্ড দেখান। আর পেনাল্টির সুযোগকে কাজে লাগাতে ভুল করেন নি লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড। ঠাণ্ডা মাথায় বোরজানকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। দিনের অপর ম্যাচে মোনাকো হারিয়েছে বায়ার লেভারকুজেনকে। পর্তুগালের ২৮ বছর বয়সী মিডফিল্ডার জোয়াও মরতিনহোর ৬১ মিনিটের একমাত্র গোলে জয় পায় মোনাকো। এছাড়া লিসবনে ব্রাজিল তারকা হাল্ক এবং বেলজিয়াম তারকা আলেক্স হুইসেলের ৫ ও ২২ মিনিটের গোলে বেনিফিকাকে হারিয়েছে জেনিথ।

Comments
Loading...