Connecting You with the Truth

এই রকম বিদায়ে তাকে মানায় না!

s-6স্পোর্টস ডেস্ক:
বন্ধু মাহেলা জয়াবর্ধনেকে সাথে নিয়েই বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট ছাড়ার আগাম ঘোষণা দিয়ে রেখেছিলেন কুমার সাঙ্গাকারা। নিজের শেষ বিশ্বকাপটাকে স্মরণীয় করার দায়িত্ব যেন তুলে নিয়েছেন নিজের কাঁধেই। করেছেন টানা ৪ সেঞ্চুরি। বিশ্বকাপের ইতিহাসেই যা আর কেউ করতে পারেনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেই ছন্দ হারালো শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যাওয়ার পরই হাতছাড়া হয়ে যায় ম্যাচটা। জবাবে, ৩২ ওভার বাকি থাকতে নয় উইকেটের বিশাল জয় নিয়ে সেমিফাইনালে চলে গেল এবি ডি ভিলিয়ার্সের দল। আজও চেষ্টা করেছিলেন সাঙ্গাকারা। কিন্তু ১৫৩ মিনিট উইকেটে দাঁত কামড়ে পড়ে থেকে ৯৬ বলে ৪৫ রান করার পরেই আউট হয়ে যান মরকেল এর বলে। সাথে সাথে যেন শেষ হয়ে গেল শ্রীলঙ্কার সকল প্রতিরোধ। ড্রেসিংরুমের দিকে হাটতে শুরু করলেন আর হঠাৎ ই কেঁদে উঠলো সিডনির আকাশ! এ যেন সাঙ্গাকারার বিদায়ে দুঃখ ভারাক্রান্ত প্রকৃতি খুলে দিলো আবেগের দুয়ার! বৃষ্টিতে ভিজে ভিজে মাথাটা নীচু করে প্যাভিলিয়নে ফিরলেন এই লিজেন্ড। না, এমন বিদায় তাকে মানায় না!

Comments
Loading...