অনলাইন ডেস্ক: এ যেন এক যমজ ভূমি। এক গ্রামে বাস করে ৬১ জোড়া যমজ। চমকে ওঠার মতোই খবর বটে। দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের এই গ্রামটির নাম ভেলিকায়া কোপানিয়া। মেরেকেটে হাজার চারেক মানুষ থাকেন। ২০০৪ সাল থেকে হঠাত্ই যমজ শিশু জন্মের সংখ্যা বেড়ে যায়, জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর মারিয়ানা সাভকা। তার পর থেকে প্রতি বছর অন্তত দুই বা তিন জোড়া যমজ শিশু জন্মে চলেছে এখানে। ১২২ জন যমজের হাত ধরে খুব শীঘ্রই এই গ্রামের নাম জায়গা করে নিতে চলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। কিন্তু কেন এমন হচ্ছে। এখনও কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আসেনি। স্থানীয় মানুষের বিশ্বাস, ওখানকার জলই এই যমজ প্রবাহের কারণ।