Connecting You with the Truth

একদিনের অপেক্ষায় অপর্ণা

বিনোদন ডেস্ক:02-Aporna
একদিনের অপেক্ষায় রয়েছেন লাক্স-তারকা ও অভিনেত্রী অপর্ণা ঘোষ। এটি কোনো নতুন নাটক প্রচার কিংবা ছবি মুক্তির অপেক্ষা নয়। একদিনের শ্যুটিংয়ের অপেক্ষা। বর্তমানে অপর্ণা’র অভিনয়ে নির্মাণাধীন ছবি ‘সুতপার ঠিকানা’র শুধু একদিনের শ্যুটিং বাকি রয়েছে। সে অপেক্ষাই করছেন অপর্ণা। এ প্রসঙ্গে তিনি বলেন, শীত শেষ হলেই গ্রীষ্মকালের আবহাওয়ার অংশ দৃশ্যায়নের জন্যই মূলত একদিন দরকার। এ একদিন শ্যুটিং হলেই ছবিটির নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। প্রসূন রহমানের পরিচালনায় উপমহাদেশের পরিবারগুলোতে নারীর অবস্থান নিয়ে এর গল্পটি এগিয়ে যায়। চলচ্চিত্রটিতে সুতপা চরিত্রেই অপর্ণাকে দেখা যাবে। সরকারি অনুদানের এ ছবিতে আরও অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, শাহাদাত হোসেন, রবি শিকদার, সায়কা আহমেদ প্রমুখ। চলচ্চিত্র ছাড়াও টিভি নাটকেও নিয়মিত কাজ করে যাচ্ছেন অপর্ণা। বর্তমানে চ্যানেল নাইনে তার অভিনীত ‘রাব্বু ভাইয়ের বউ’ নামের একটি নাটকের প্রচার চলছে। এ ছাড়া সমপ্রতি আশিকুর রহমানের ‘জীবন বদল’ নামে একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন অপর্ণা।

Comments
Loading...