Connecting You with the Truth

একসঙ্গে শাকিব, অপু, জিৎ ও শ্রাবন্তী অথবা শুভশ্রী

b-6
বিনোদন প্রতিবেদক:
শাকিব খান নাকি ভারতের বাংলার ছবির নায়ক জিতের সঙ্গে জুটি বাঁধবেন অপু বিশ্বাস? প্রশ্নটার উত্তরে বলা যেতে পারে দু’জনেরই নাম। খুলেই বলা যাক। ‘হিরো দ্য সুপারস্টার’-এর পর নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে আবার ছবি প্রযোজনা করতে যাচ্ছেন শাকিব খান। তবে দুটি ছবি নির্মাণের পরিকল্পনা আছে তার। এর একটিতে শাকিবের নায়িকা ওপার বাংলার শ্রাবন্তী অথবা শুভশ্রী আর অপুর নায়ক থাকবেন জিৎ। আরেকটিতে শাকিবের নায়িকা অপু আর শ্রাবন্তী দু’জনই। শাকিব ও অপু দুটি ছবি নিয়েই ভীষণ আশাবাদী। এর একটি একাই পরিচালনা করবেন ওপার বাংলার রাজীব বিশ্বাস। অন্যটিতে তার পাশাপাশি পরিচালকের আসনে থাকবেন বাংলাদেশের বদিউল আলম খোকন। এসব বিষয় পরিষ্কার করে অপু বলেন, ‘শাকিবের যৌথ প্রযোজনার ছবিতে আমার সহশিল্পী হচ্ছেন জিৎ। এমনই কথা চলছে। আর শাকিবের জুটি হচ্ছেন শ্রাবন্তী। এবার দর্শকরা ভিন্ন অপু ও শাকিবকে দেখতে পাবেন।’ নাম চূড়ান্ত না হলেও ছবি দুটি প্রযোজনার কথা জানিয়ে শাকিব বলেন, ‘কলকাতার কলাকুশলীদের সঙ্গে আমার নতুন ছবির কাজ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ত্রিভুজ প্রেমের একটি গল্প আমার পছন্দ হয়েছে। এতে আমি, অপু ও শ্রাবন্তী কাজ করবো। আর অন্যটিতে আমার নায়িকা নিয়ে আলোচনা চলছে। দেখা যাক, শেষ পর্যন্ত কোনটার কাজ আগে শুরু করি!’ জানা গেছে, ‘শোধ’ এবং ‘হিটম্যান’ নামে দুটি পৃথক ছবির কাজ করতে চলতি মাসেই ব্যাংকক যাচ্ছেন শাকিব ও অপু। তারা ঢাকায় ফিরে এলে শাকিব প্রযোজিত যে কোনো একটি ছবির কাজ শুরু হবে।


Comments
Loading...