Connecting You with the Truth

একুশে টেলিভিশনের সাংবদিকের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গোপালগঞ্জ:

কুষ্টিয়ার কুমারখালিতে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে কর্মরত সকল গণমাধ্যমের সাংবাদিকরা গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার জেলা প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলার কর্মরত সকল সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যুগকথার সম্পাদক মোজাম্মেল হক মুন্না, দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ুন কবির, দৈনিক সংবাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ অধিকারী, বাংলাদেশ প্রতিদিনের গোপালগঞ্জ প্রতিনিধি আমিনুল হাসান শাহিন ও মাছরাঙ্গা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোর্শেদায়ান নিশান। সাংবাদিকরা কখনোই কারো প্রতিপক্ষ নয় উল্লেখ করে এ সময় বক্তারা নির্যাতনকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Comments
Loading...