একে খন্দকারের ইতিহাস বিকৃতির প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অপরাজনীতি ও ইতিহাস বিকৃতির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একে খন্দকার মুক্তিযুদ্ধের সময় অতি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। অথচ আজ তিনি একটি বিশেষ মহলের প্ররোচণায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে লেখনির মাধ্যমে মিথ্যাচার করছেন। তারা আরও বলেন, একে খন্দকার পাগল হয়ে গেছেন। তাকে পাগলা গারদে পাঠানো প্রয়োজন। বক্তারা দাবি করেন, একে খন্দকারকে অবিলম্বে তার লিখিত বই প্রত্যাখ্যান করতে হবে। তারা দেশবাসীকে আহ্বান জানান যেন সবাই মিলে একে খন্দকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।