স্পোর্টস ডেস্ক:
এক বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে ব্রাজিলের স্ট্রাইকার রবিনহো’র। আগামি মাসেই ইকুয়েডর ও কলম্বিয়ার বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে দুঙ্গার ব্রাজিল। সেই দলের জন্যই রবিনহোকে ডেকে নিয়েছেন কোচ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্কের পরিবর্তে দলে ঢুকেছেন তিনি। বাঁ-থাইতে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন হাল্ক। ফলে রবিনহোর সামনে আরও একবার দেশের জার্সিতে খেলার সুযোগ চলে আসলো। ৩০ বছর বয়সি রবিনহো ২০১৩ সালে শেষবার প্রাক্তন কোচ লুই ফিলিপে স্কলারির কোচিংয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন। স্কলারির পর ব্রাজিল দলের দায়িত্বে এসেছেন দুঙ্গা। তার সুবাদেই রবিনহোর ফের দলে ফেরা। ২০১০ বিশ্বকাপে দুঙ্গার কোচিংয়েই জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন রবিনহো।