Connecting You with the Truth

এখনও শঙ্কা কাটেনি তামিমকে নিয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট:s-10
বুধবার দেশে ফিরেছেন রাতে। ডাক্তার বলে দিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এরই মধ্যে বেশ কিছুদিন পার হয়ে গেলেও শতভাগ সুস্থতা অনুভব করছেন না বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তামিমের তরুণাস্থি ছলকে যাওয়ায় তার ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ২৯ ডিসেম্বর। মেলবোর্নের বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডেভিড ইয়াং তার হাঁটুর অস্ত্রোপচার করেন। ইতিমধ্যে সবাই বিশ্বকাপের অনুশীলন শুরু করে দিয়েছেন। তামিমও অপেক্ষায় আছেন। বিসিবি সূত্রের খবর, তামিমকে দ্রুত সারিয়ে তুলতে মেলবোর্নে ফিজিওথেরাপি দেয়া হয়েছে। দুটো ইনজেকশনও পুশ করেছেন ডেভিড ইয়াং। এ মাসের শেষের দিকে আরও একটি ইনজেকশন দেয়া হবে । সম্প্রতি ব্যাটিং শুরু করার কথা থাকলেও, তামিমের ইনজুরিটা নিয়ে শঙ্কায় আছে বিসিবি। যে কোনো সময় আবার আক্রান্ত হতে পারেন তিনি!

Comments