এখন টেলিভিশনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ফেইসবুক!
অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সরাসরি ভিডিও সম্প্রচার সেবা ‘ফেইসবুক লাইভ’-এর পরিসর বৃদ্ধি করেছে। এর আগে এ ধরনের সুবিধা দিয়ে আসছিল টুইটারের পেরিস্কোপ লাইভ-স্ট্রিমিং সেবা, স্ন্যাপচ্যাটের ভিডিও ফিচার এবং অ্যালফাবেটস-এর ইউটিউব। এই পদক্ষেপের মাধ্যমে এগুলোর পাশাপাশি টেলিভিশনেরও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো ফেইসবুক।
ফেইসবুক লাইভ এর মাধ্যমে ব্যবহারকারী নিজেদের স্মার্টফোনের অ্যাপ থেকেই এখন তারা সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারবেন। এটি এখন পর্যন্ত ফেইসবুকের নেওয়া সবচেয়ে চ্যালেঞ্জিং উদ্যোগ।
সামাজিক যোগাযোগ ক্ষেত্রগুলোতে সরাসরি ভিডিও সম্প্রচার দিন দিন বেশ প্রতিযোগিতামূলক একটি সেবা হয়ে উঠছে। গুরুত্বপূর্ণ খেলা বা অস্কার, গ্র্যামি অ্যাওয়ার্ড শো-এর মতো বিশেষ অনুষ্ঠানগুলো অনলাইনে সরাসরি সম্প্রচার করা প্রতিষ্ঠানগুলোও রয়েছে এ প্রতিযোগিতায়।
সরাসরি ভিডিও সম্প্রচার সেবা ‘ফেইসবুক লাইভ’ এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে। বুধবার এতে যুক্ত হয় নতুন কিছু সুবিধা। যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী সম্প্রচারিত ভিডিও-এর ম্যাপ এবং অন্য প্ল্যাটফর্মেও ভিডিও সম্প্রচার সুবিধার বর্ধিত অনুসন্ধান এবং ফিল্টার। ফেইসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামের মতো এখানেও থাকছে ভিডিওকে সাদা-কালো ছবিতে রূপান্তর করার সুবিধা এবং অতিসত্ত্বর স্ন্যাপচ্যাটের মতো এখানেও ব্যবহারকারীরা ডুডল যোগ করার সুবিধা।
ফেইসবুক লাইভ-এর প্রধান ক্রিস কক্স বুধবার উপস্থাপক হিসাবে একটি আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এই সেবাটির বিভিন্ন দিক তুলে ধরেন। এটি ব্যবহার করে ‘সন্তানের প্রথম হাঁটা’র মতো একান্ত পারিবারিক মুহূর্ত থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তি উপস্থাপিত অনুষ্ঠান এবং তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ সংবাদ, সবই প্রচারিত হবে বলে ফেইসবুক আশা করছে বলে তিনি জানান। বুধবার ক্যলিফোর্নিয়ার হলিউডে ফেইসবুক লাইভ উন্মুক্ত করার অনুষ্ঠানে ফেইসবুকের সেবাসমুহের ভাইস প্রেসিডেন্ট উইল ক্যাথকার্ট রয়টার্সকে জানান, প্রতিষ্ঠানটি ফেইসবুক লাইভ দ্রুত উন্মুক্ত করার জন্য কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানকে সম্প্রচারের জন্য ভিডিও সরবরাহ করতে অর্থ প্রদান করেছে। রয়টার্সকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, টাইম ইনকর্পোরেটেডকে ফেইসবুক লাইভ ব্যবহার করার জন্য অর্থ প্রদান করা হয়েছে। অন্য একটি সূত্র জানায়, ভক্স মিডিয়া ইনকর্পোরেটেড এর ভক্স, রি/কোডসহ আটটি সেবায় একই কারণে অর্থ প্রদান করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট রি/কোড জানায়, ফেইসবুক, নিউ ইয়র্ক টাইমস, বাজফিড এবং হাফিংটন পোস্ট-কেও অর্থ প্রদান করছে। একজন মুখপাত্র জানান, থমসন রয়টার্স এবং কন্ডে-নস্ট এন্টারটেইনমেন্টও ফেইসবুক লাইভ-এর সঙ্গে কাজ করবে। প্রায় ৬০টি দেশে অ্যাড্রয়েড এবং আইওস-এ ফেইসবুক অ্যাপেই লাইভ এর সুবিধা পাওয়া যাচ্ছে।
ফেইসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানুয়ারিতে বিনিয়োগকারীদের জানান, প্রতিদিন ৫০ কোটি মানুষ ফেইসবুকে ভিডিও দেখে।