এটা কি বিএনপির বিলম্বিত বোধদয় না সাময়িক কৌশল- ওবায়দুল কাদের
বেগম জিয়া তিনমাস ধরে অফিসে ছিলেন, আজ আদালতে যাওয়ায় তিনি জামিন পেয়েছেন। এ জামিন তিনি আগে গেলেও পেতেন। এটা কি বিএনপির বিলম্বিত বোধদয় না সাময়িক কৌশল তা সামনের কিছুদিন তাদের কর্মকাণ্ড থেকে পরিষ্কার হবে মনে করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ফোরলেন প্রকল্পের আওয়তাভুক্ত রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে এমন মন্তব্য করেন। এসমসয় তিনি আরও বলেন, অনেক নিরীহ মানুষের প্রাণহানির পর বিলম্বে হলেও বিএনপির বোধদয় রাজনীতিবিদদের রাজনীতিতে বাস্তবতার পথ অনুসরণ করবে।
ফোরলেনের কাজ পরিদর্শনের সময় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা চেয়ারম্যার ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।