Connecting You with the Truth

এন্ডারসনের হাতে গোল্ডেন লায়ন

b-4a
বিনোদন ডেস্ক:
নতুন ধারার কমেডি ছবি ‘অ্যা পিজিয়ন স্যাট অন অ্যা ব্রাঞ্চ রিফ্লেক্টিং অন এক্সিসটেন্স’ ভেনিস চলচ্চিত্র উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার জিতেছে। বিশ্বের বাঘা বাঘা নির্মাতাকে পেছনে ফেলে স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) হাতে তুলে নিলেন সুইডিশ পরিচালক রয় এন্ডারসন? ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাতে ৭১তম ভেনিস উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়? রয় এন্ডারসনের ছবিটি ইউরোপজুড়ে প্রশংসিত হয়েছে। এবার ইতালিয়ান দর্শকদের প্রিয় হয়ে গেলেন তিনি। ছবি নির্মাণে নিজের অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে ইতালিয়ান নির্মাতা ভিত্তোরিও ডি সিকার নাম উল্লেখ করেছেন এন্ডারসন। বিশেষ করে ডি সিকার ‘বাইসাইকেল থিভস’ (১৯৪৮) ছবিটির অন্ধভক্ত তিনি। ভেনিস উৎসবের প্রেসিডেন্ট আলেক্সান্ড্রে দেসপ্লাতের হাত থেকে পুরস্কার গ্রহণ করে রয় এন্ডারসন ‘বাইসাইকেল থিভস’ সম্পর্কে বলেন, ‘এটি সহানুভূতিপূর্ণ এবং অনেক মানবিক। ছবি এমনই হওয়া উচিত। তাই ভিত্তোরিও ডি সিকার মতো ভালো ছবি বানানোর চেষ্টা করে যাবো আবার।’ ৭৭ বছর বয়সে এসে ভেলকি দেখালেন রাশিয়ার আন্ড্রেই কনচালোভস্কি। তিনি জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। তার ছবির নাম ‘দ্য পোস্টম্যানস হোয়াইট নাইটস’? এতে তুলে ধরা হয়েছে রাশিয়ার একটি পল্লী অঞ্চলের নদীঘেষা গ্রামের বাসিন্দাদের জীবনযাপন। ছবিটির কিছু দৃশ্য লুকানো ক্যামেরায় চিত্রায়িত। সেরা ছবি হিসেবে জুরি প্রাইজ জিতেছে মার্কিন নির্মাতা জশুয়া অপেনহাইমারের প্রামাণ্যচিত্র ‘দ্য লুক অব সাইলেন্স’। এর বিষয়বস্তু ষাটের দশকে ইন্দোনেশিয়ায় বামপন্থীদের অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর গণহত্যায় লিপ্ত অপরাধীদের ক্যামেরার মুখোমুখি করানো। সেরা অভিনেতা ও অভিনেত্রী দুটি শাখার পুরস্কারই গেছে ইতালির ‘হাংরি হার্টস’ ছবির ঘরে। এর মধ্যে সেরা অভিনেতা হয়েছেন অ্যাডাম ড্রাইভার। সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে অ্যালবা রোরওয়াচারের হাতে। ‘হাংরি হার্টস’ পরিচালনা করেছেন সাভেরিও কস্তানজো। তার দাবি, ছবিটি তৈরিতে খরচ হয়েছে ১০ লাখ ইউরো। ফরাসি নির্মাতা অ্যালিক্স দেলাপোর্তের ‘দ্য লাস্ট ব্লো অব দ্য হ্যামার’ ছবির জন্য সেরা নতুন তরুণ অভিনেতা হিসেবে রোমেইন পল পেয়েছেন মার্সেলো মাস্ত্রোয়ানি অ্যাওয়ার্ড। ‘টেলস’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন ইরানি পরিচালক রক্ষণ বাণী-ইতিমাদ। তেহরানে জীবনযাপনের অসচ্ছলতা তুলে ধরা হয়েছে এতে। তুর্কি ছবি ‘সিভাস’ জিতেছে স্পেশাল জুরি পুরস্কার। এর গল্প এক যোদ্ধা কুকুর ও তার শৈশবকালীন প্রভুকে ঘিরে।

Comments
Loading...