Connecting You with the Truth

এপ্রিলে ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ দেবে মার্কিন বাহিনী

BN-HL632_USUKRA_J_20150317183041আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের মাটিতে বর্হিদেশের সেনাবাহিনী প্রবেশের পক্ষে দেশটির সংসদে একটি আইন পাশ হয়েছে। এই আইনের বলে আগামী এপ্রিল মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবতারণ করবে মার্কিন সেনাবাহিনীর একটি দল। দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সরাসরি লড়াইয়ে না নামলেও ইউক্রেনীয় স্বেচ্ছাসেবক বাহিনীকে সামরিক প্রশিক্ষণ দেবে মার্কিন বাহিনীর এই দল। গত মঙ্গলবার এবিষয়ে ইউক্রেনের সংসদে আইন পাশ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম তাস। নতুন পাশকৃত এই আইনের ফলে বিতর্কিত ইউক্রেন-পোলিশ সমস্যাটি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন। কারণ পোলিশ সীমান্তে এখনও ইউক্রেনের সেনাবাহিনী অবস্থান করছে, পাশাপাশি পোলিশ সীমান্তেও রুশ বাহিনী যুদ্ধংদেহী মনোভাব নিয়ে অবস্থান করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া কুশ্নির জানান, ‘২০১৫ সালে আমাদের সেনাবাহিনীকে মোট ১১ দফা প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মধ্যে সমুদ্র ও আকাশ পথকে গুরুত্ব সহকারে দেখা হবে। তবে আরও বাড়তি সাতবার প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে, যদিও সেটা ইউক্রেনের ভূ-সীমার বাইরে। ন্যাটোভুক্ত দেশগুলো এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।’ এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচী নিয়ে মার্কিন জেনারেল বেন হজ জানান, ‘আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যেই আমরা প্রশিক্ষণ শুরু করতে পারব। শান্তিচুক্তি যেন সফলভাবে সম্পন্ন হতে পারে সেবিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। যুক্তরাষ্ট্র সরকার কূটনৈতিক পর্যায়ে সমস্যার সমাধানে আগ্রহী। যুক্তরাষ্ট্র ইউরোপের অন্য মিত্রদের সঙ্গে আলোচনা করছে। কিন্তু আমি কর্মসূচী সম্পর্কে নির্দিষ্ট কোনো তারিখ বলতে পারছি না।’

 

Comments
Loading...