এবারই প্রথম বিশ্বকাপে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক:
আগামি বিশ্বকাপ আসরকে সামনে রেখে বিভিন্ন দেশ ভ্রমণ করছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি। বর্তমানে ট্রফিটি আফগানিস্তানের কাবুলে রয়েছে। ২০১৫ সালে বিশ্বকাপ আসর বসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোতে ভ্রমণ করছে ট্রফি। শনিবার ট্রফিটিকে স্বাগত জানান এসিবির প্রধান কর্মকতা ড. নূর মোহাম্মদ মুরশেদ। ট্রফিটি গ্রহণ করার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুরশেদ বলেন, ‘আগামি বিশ্বকাপে আফগানিস্তান ভালো পারফর্ম করবে বলে আশা করি।’ এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান ছাড়াও বাছাই পর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ১৪ ফেব্র“য়ারি থেকে ২৯ মার্চ চলবে বিশ্বকাপের ১১তম আসর।