বিনোদন

এবারই প্রথম বড় পর্দায় মৌটুসী-পিয়া একই ফ্রেমে

Published

on


বিনোদন ডেস্ক:
মৌটুসী বিশ্বাস ও জান্নাতুল ফেরদৌস পিয়া একই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নাম ‘ইউটার্ন’। এর আগে বড় পর্দায় তারা কাজ করেছেন। তবে দু’জনকে একই ফ্রেমে পাওয়া যাবে এবারই প্রথম। ছবিটিতে তাদের সহশিল্পী শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর। নতুন ছবিটি পরিচালনা করবেন আলভী আহমেদ। তিনি বলেন, ‘ছবিটিতে তিনটি প্রধান নারী চরিত্র থাকছে। দুটি চরিত্রের জন্য নেওয়া হয়েছে মৌটুসী বিশ্বাস ও পিয়াকে। বাকি একজন এখনও চূড়ান্ত হয়নি। তার নামও শিগগিরই জানাতে পারবো।’ রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির মাধ্যমে র‌্যাম্প মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন পিয়া। এরপর আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’, রিকিয়া মাসুদোর ‘স্টোরি অব সামারা এবং আহমেদ আলী মন্ডলের পরিচালনায় ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সবই আছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় মৌটুসীর। এরপর রাফায়েল আহসানের ‘ছয় নয়’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এটি এখনও মুক্তি পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version