Connecting You with the Truth

এবারের এশিয়ান গেমস ফুটবলের শক্ত পিড়িতে বাংলাদেশ

s-7
স্পোর্টস ডেস্ক:
আসন্ন এশিয়ান গেমস ফুটবলের শক্ত প্রতিপক্ষের গ্র“পে পড়েছে বাংলাদেশ। গ্র“প পর্বে উজবেকিস্তান, আফগানিস্তান ও হংকংকে মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। বৃহস্পতিবার গেমসের ফুটবল ইভেন্টের গ্র“পিং প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্র“পে। এই গ্র“পের অন্যান্য ৩টি দল-আফগানিস্তান, উজবেকিস্তান ও হংকং। উল্লেখ্য, এর আগে ২০১০ সালের এশিয়ান গেমসেও বাংলাদেশকে গ্র“প পর্বের খেলায় উজবেকিস্তান ও হংকংয়ের মোকাবেলা করতে হয়েছে। সেবারে অবশ্য অন্য আরেকটি দল ছিল সংযুক্ত আরব আমিরাত। এবারে সেই জায়গায় মোকাবেলা করতে হবে আফগানিস্তানকে। তবে এবারের এশিয়ান গেমসে নিশ্চিতভাবে আগের আসরের স্মৃতি মনে করতে চাইবেন না বাংলাদেশের ফুটবলারা। সেবারে গ্র“প পর্বের ৩টি ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশকে। তাও আবার অসহায়ভাবেই। এবারে অবশ্য ভাল কিছু করার মিশন নিয়েই দক্ষিণ কোরিয়ায় যাবে বাংলাদেশ। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের তত্ত্ববধানে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল দেশকে ভাল কিছু উপহার দিবে এমন প্রত্যাশায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

এবারের এশিয়ান গেমস ফুটবল শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে।

এশিয়ান গেমস ফুটবলের গ্র“পিং:

গ্র“প-এ : দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সৌদি আরব ও লাওস।
গ্র“প-বি : বাংলাদেশ, উজবেকিস্তান, আফগানিস্তান ও হংকং।
গ্র“প-সি : ওমান, প্যালেস্টাইন, সিঙ্গাপুর ও তাজিকিস্তান।
গ্র“প-ডি : জাপান, কুয়েত, ইরাক ও নেপাল।
গ্র“প-ই : থাইল্যান্ড, মালদ্বীপ, পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়া।
গ্র“প-এফ : উত্তর কোরিয়া, চীন ও পাকিস্তান।
গ্র“প-জি : সংযুক্ত আরব আমিরাত, ভারত ও জর্ডান।
গ্র“প-এইচ : ইরান, ভিয়েতনাম ও কিরগিজস্তান।

Comments
Loading...