বিনোদন

এবার অপু নিজেই বিউটি শিয়ান

Published

on


বিনোদন ডেস্ক:
ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা। এবার অভিনয়ের পাশাপাশি নতুন একটি ব্যবসা শুরু করতে চলেছেন তিনি। তাঁর এই নতুন ব্যবসা কী, জানার আগ্রহ হচ্ছে নিশ্চয়? এবার বিউটিশিয়ান হিসেবে পাওয়া যাবে অপু বিশ্বাসকে। এ প্রসঙ্গে অপু জানালেন, ছবির প্রয়োজনে আমাকে নিয়মিত পার্লারে যেতে হয়। আর শুধু মেকআপ নয় মেনিকিউর, পেডিকিউর অনেক কিছুই করতে হয় সেখানে। তাই এবার নিজেই বিউটি সেলুন খোলার উদ্যোগ নিলাম। আর এটি গুলশান নিকেতনেই হবে বলে জানালেন অপু। সম্প্রতি ‘হিরো দ্যা সুপারস্টার’ ছবির প্রচারণায় এসে চিত্র নায়ক শাকিব খান মজা করে বলেছিলেন, অপু অনেক ভালো মেকআপ করে। থাইল্যান্ডে শুটিং চলাকালে অপু আমার মেকআপ করে দিয়েছিলেন। স্ক্রিনে দেখলাম বেশ ভালো মেকআপ করেছে অপু। তাই আগামি ছবিতে আমার নায়িকা হিসেবে অপু না থাকলে মেকআপম্যান হিসেবে ওকে নিব। অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়ে যায়। ‘কোটি টাকার কাবিন’ ছবিটির এই জুটির ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম হয় তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’ হিরো দ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version