এবার আফ্রিদির ওয়ানডে পরিস্থিতি!
স্পোর্টস ডেস্ক:
তবে কী ওয়ান ডে খেলা ছেড়ে দিচ্ছেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান শহীদ আফ্রিদি? পরিস্থিতি কিন্তু সে দিকেই গড়াচ্ছে। শহীদ আফ্রিদি নিজেও তেমনই ঈঙ্গিত দিয়েছেন। আগামী বছরই অর্থাৎ ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ৩৮১টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলা ‘বুম বুম’ তারকা খেলোয়ার । ভবর পিটিআই/এনডিটিভি। মঙ্গলবার টি-২০ বিশ্বকাপ ২০১৬ পর্যন্ত পাকিস্তানের টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আফ্রিদিকে। এজন্যই নাকি ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন তিনি। আফ্রিদি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমাকে আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-২০ দলের অধিনায়ক বানিয়েছে। আমি চাই শিরোপা ফিরিয়ে আনতে একটি শক্তিশালী দল গঠন করতে। এজন্য টি-২০ ক্রিকেটে সম্পূর্ণ মনোযোগ দিতে চাই।’ ২০১০ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে একটি সিরিজের মধ্যপথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন শহীদ আফ্রিদি। তখন পাকিস্তানের তিন সংস্করণের ক্রিকেট দলেরই তিনি অধিনায়ক। টেস্ট ছেড়ে দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়েই ওয়ানডে ছাড়ার ইঙ্গিত দেন তিনি। আফ্রিদি তখন বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলে মজা পাচ্ছিলাম না। মনে হচ্ছিলো একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য যথেষ্ঠ করতে পারছি না। তাই ছেড়ে দিয়েছি। সীমিত ওভারের ক্রিকেট উপভোগ করছি। তবে আগামী বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট নিয়ে নতুন করে ভাববো।’ তবে এই ভাবনাটা কেবল টি-২০ শিরোপা পূণরুদ্ধারের প্রকল্প নয়, সঙ্গে জড়িত আছে বিবিধ বাণিজ্যের হাতছানিও।’বুম বুম’ আফ্রিদির সামনে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, দাতব্য প্রকল্পে অংশগ্রহণ এবং বিদেশি লিগে খেলার প্রস্তাব দিন দিন বেড়েই চলেছে। টি-২০ ক্রিকেট নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই আফ্রিদির নিজেরও। বললেন, ‘এটা আসলে ক্রিকেটের একেবারে ব্যতিক্রম একটা ধরন। সামর্থ্যের সর্বোচ্চ উজাড় করে খেলতে হয় এখানে। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগে- ক্রিকেটের এই সংস্করণ সাধারণ মানুষের কাছে খুব পছন্দে।’