Connecting You with the Truth

এবার চেন্নাই ফ্র্যাঞ্চাইজির রাডারে রোনালদিনহো

s-14
স্পোর্টস ডেস্ক:
বহুল আলোচিত ইন্ডিয়ান সুপার লীগে (আইএসএল) ইতালিয় কিংবদন্তী ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়ারোর অংশগ্রহণ নিশ্চিত হবার পর চেন্নাই ফ্র্যাঞ্চাইজির রাডারে ধরা পড়েছেন ব্রাজিলীয় সুপার স্টার রোনালদিনহো। ক্লাবটির মালিকানায় থাকা অভিষেক বচ্চনের সঙ্গে তার কথাবর্তাও চলছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে বলা হয়, ৪৬ লাখ ইউরোর বিনিময়ে ব্রাজিলীয় প্লে মেকার আগামী দুই বছরের জন্য চেন্নাইয়ের হয়ে খেলতে রাজি হয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কিছু নিশ্চিত করাা হয়নি। বিশ্বকাপ জয়ী ওই তারকা এর আগে ব্রাজিলীয় প্যালমেইরাসের সঙ্গে আলাপ-আলোচনা করেছিলেন, কিন্তু আর্থিক বিষয় নিয়ে শেষ পর্যন্ত তাদের মধ্যে বনিবনা হয়নি। বেশ দিন যাবৎ চেন্নাই কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে ধারণা করা হচ্ছে। শেষ মুহূর্তে সান গ্র“পের মালিকানাধীন ব্যাঙ্গালোর টাইটানের পরিবর্তে লীগভুক্ত হওয়া দলটি তাদের কোচের মাধ্যমে সাবেক ইতালীয় ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির সঙ্গেও আলাপ-আলোচনা করছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে একটি সুত্র জানায়, চেন্নাই ফ্রেঞ্চাইজি নির্দিস্ট সময়ের মধ্যেই তাদের সম্ভাব্য খেলোয়াড়দের দলে ভিড়িয়ে ফেলবে। আইএসএল আয়োজক আইএমজি রিলায়েন্স ইতোমধ্যেই সময় বেঁধে দিয়েছে। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হযে যাওয়ায় রোনালদিনহো এখন কার্যত মুক্ত। তার ভাই ও এজেন্ট রবার্তো ডি এসিসের মাধ্যমে আইএসএল টুর্ণামেন্টে তার অংশগ্রহনের বিষয়ে মধ্যস্থতা করা হচ্ছে। আইএসএলে চুক্তিবদ্ধ হলেও আগামী বছরের শুরুতে যুক্তরাস্ট্রের মেজল লীগ সকারেও অংশ নেবার সুযোগ রয়েছে খেলোয়াড়দের। উল্লেখ্য, ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্ণামেন্টে ব্যপক সফলতা রয়েছে রোনারদিনহোর। ব্রাজিল জাতীয় দলের হয়ে সাবেক বর্ষসেরা এই ফুটবলার ৯৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৩৩টি। এর বাইরে বার্সেলোনা, এসি মিলান ও পিএসজির হয়েও তিনি বিভিন্ন শিরোপা জয় করেছেন তিনি। এদিকে রোনালদিনহোর স্বদেশী আরেক ব্রাজিলীয় কিংবদন্তী ফুটবলার জিকোকে গোয়া এফসির কোচের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হয়েছে। ফ্য্রাঞ্চাইজর মালিক ইতোমধ্যে তাকে প্রস্তাব দিয়ে রেখেছেন। সূত্রমতে ৬০ বছর বয়সী ওই কিংবদন্তী টুর্ণামেন্টে যোগ দেয়ার ব্যাপারে দারুণ আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার সঙ্গে এখনো চুক্তির বিষয় চুড়ান্ত হয়নি। জাপান জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন জিকো। তার তত্ত্বাবধানেই জাপান ২০০৬ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল। জিকোকে না পেলে বিকল্প হিসেবে সাবেক স্প্যানিশ আন্তর্জাতিক তারকা ফার্নান্দো মরিয়েন্তেস ও ইতালির বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ফ্যাবিও ক্যানাবারোকে তালিকায় রেখেছে গোয়া। লীগের আরেক ফ্য্রাঞ্চাইজি মুম্বাই সিটি তাদের কোচের দায়িত্ব দিতে চলেছে ম্যানচেস্টার সিটি ও সান্ডারল্যান্ডের সাবেক কোচ পিটার রেইডকে। তার সহকারী হিসেবে নির্বাচিত করেছে স্টিভ ডার্বিকে।

 

Comments
Loading...