Connecting You with the Truth

এবার জাপানিজ টিভিতে মেসির নৈপুণ্য

স্পোর্টস ডেস্ক:s-7
জাপানের টিভি শোতে অসাধারণ ফুটবল শৈলী দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এ অধিনায়ক এদিন চ্যালেঞ্জ গ্রহণ করেন বলকে ১৮ মিটার উচ্চতায় একটি ব্যানার অতিক্রম করাবেন। পাশাপাশি বল মাটিতে পড়ার আগে রিসিভ করবেন। তবে বার্সেলোনার এ তারকার ফুটবল দক্ষতার কোন জুড়ি নেই। চারবারের ব্যালন ডি’অর জয়ী এ স্ট্রাইকার দারুণ কৌশলে বলকে ১৮ মিটার উপরে পার করে আবার তা রিসিভ করলেন।

Comments
Loading...