Connecting You with the Truth

টোল আদায়ে এক দিনে ১৮ বছরের রেকর্ড ভাঙলো বঙ্গবন্ধু সেতু

bangabandhu-satu-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81বঙ্গবন্ধু সেতু-ফাইল ছবি।

বিডিপি ডেস্ক: এক দিনে টোল আদায়ে ১৮ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লো বঙ্গবন্ধু সেতু । বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি টাকারও বেশি টোল আদায় ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে দীর্ঘ ১৮ বছরে বঙ্গবন্ধু সেতুতে চলাচলরত যানবাহন থেকে ২৪ ঘণ্টায় আদায়কৃত টোলের মধ্যে এটিই সর্বোচ্চ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোলপ্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরু বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের ২৪ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে তিনি আরো জানান, শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তিন হাজারেরও বেশি গরুর ট্রাক দুই পারের টোলপ্লাজা অতিক্রম করেছে।

Comments
Loading...