Connecting You with the Truth

এবার তরুণ প্রজন্মের সংগীত-শিল্পী ইমরান

b-6
বিনোদন ডেস্ক:
গায়ক হিসেবে তরুণ প্রজন্মের কাছে এরই মধ্যে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের। এবার তিনি জয় করতে চলেছেন বলিউডি শ্রোতাদের হৃদয়। সম্প্রতি মুম্বাইতে দুটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। ‘যাব সে মিলি হ্যায় উয়ো’ ছবির জন্য ইমরান গেয়েছেন এস আর ভারতীর লেখা ‘ওয়াহ খুদা’ গানটি। ছবিটি পরিচালনা করছেন নেহাল দত্ত। নাম চূড়ান্ত না হওয়া গোবিন্দ প্রোডাকশনের একটি ছবিতে ইমরান গেয়েছেন ‘তেরে লিয়ে’ শিরোনামে অপর গানটি। এই গান দুটির সংগীত পরিচালনা করেছেন শ্রীপ্রীতম ও জিৎ ভাদুড়ি। মুম্বাইয়ের মিট ব্রাদার্স স্টুডিওতে ইমরানের কণ্ঠে গান রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। তবে বলিউডের জন্য গান করার বিষয়টি ইমরানের জীবনে স্মরণযোগ্য হয়ে থাকবে নি:সন্দেহে। অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনার মারপ্যাচে হতচকিত ইমরান নিজেই। মুম্বাই থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইমরান বলেন, ‘বলিউডের চলচ্চিত্রে গান গাওয়ার বিষয়টি ভাবনায় ছিল না। মুম্বাইয়ে ঘুরতে এসে সুযোগ পেলাম।’ ইমরান জানান, আগে থেকেই শ্রীপ্রীতমের সঙ্গে পরিচয় ছিল তার। মুম্বাইয়ে এসে গান রেকর্ডিং সংক্রান্ত শ্রীপ্রীতমের একটি ফেসবুক স্ট্যাটাস চোখে পড়ে তার। ইমরান ফোন করতেই স্টুডিওতে যেতে বলেন প্রীতম। কণ্ঠে তুলে নিতেই স্টুডিওতে উপস্থিত সবাই ইমরানের গাওয়া গান পছন্দ করলেন। পশ্চিম বঙ্গের ছেলে সংগীত পরিচালক শ্রীপ্রীতম জানান, হঠাৎ করেই ইমরানের সঙ্গে সব মিলে গেছে। ইমরানের কণ্ঠের প্রশংসা করে জানান, গান দুটি দিয়ে ইমরান বলিউডে পরিচিতি পাবেন। অন্যদিকে, বলিউডি চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন ইমরান এমন খবরে সংগীতাঙ্গনের তারকাদের পাশাপাশি ভক্ত-অনুরাগীরা এরই মধ্যে শিল্পীর ফেসবুক পেজে তাকে অভিনন্দিত করতে শুরু করছেন। নগরবাউল খ্যাত বাংলাদেশের শিল্পী জেমসের পরে ইমরানের বলিউডি চলচ্চিত্রে অন্তর্ভুক্তিকে বাংলা সংগীতের জয় বলে বিবেচনা করছেন শুভাকাঙ্খীরা।

Comments
Loading...