এবার তৃতীয় মামলায় সালমান খান
দু’টি মামলায় বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে এখন। এরই মধ্যে তিনি জড়ালেন তৃতীয় আরেকটি মামলায়। এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে তৃতীয় এই মামলাটি করা হয়েছে তার বিরুদ্ধে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। মামলার অভিযোগে বলা হয়েছে ২০১৪ সালের ৪ নভেম্বর মুম্বাই থেকে দিল্লিগামী এক বিমানে রাভিন্দ্র মুরাত দিভেদি নামের এক ব্যক্তিকে শারিরিকভাবে লাঞ্ছিত করেছেন সালমান খান।
এমনকি তার বিরুদ্ধে রাভিন্দ্রর কাছ থেকে জরুরি নথিপত্র ছিনিয়ে নেয়ারও অভিযোগ করা হয়। অভিযোগকারী ভারতীয় সামাজিক সংগঠন ‘ভ্রষ্টাচার নির্মূলন সমিতি’র সদস্য। বিমানবন্দর পুলিশকে ওই অভিযোগের ভিত্তিতে মামলা গঠন করার নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের আন্ধেরি আদালত। পুলিশের কর্মকর্তা আর সি নাগভিরে বলেন, ‘রাভিন্দ্র আমাদের জানান, সেদিন তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু সরকারি কাগজপত্র ছিল।
এই নথিগুলো তার সরকারকে ফেরত দেয়ার কথা। কিন্তু রাভিন্দ্রর দাবী, তাকে লাঞ্ছিত করার পর সেই কাগজগুলোও নাকি ছিনিয়ে নিয়েছিলেন সালমান।’ অভিযোগকারী আরও বলেন, ঘটনার পরপরই নাকি তিনি মামলা করার জন্য পুলিশের কাছে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তার মামলা গ্রহণ করেনি। ৮ এপ্রিলের মধ্যেই আদালতের নির্দেশ কার্যকর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।