বিনোদন

এবার নতুন নিশো-মৌসুমি হামিদের ‘অ্যাস্ট্রোলজার’

Published

on


বিনোদন ডেস্ক:
নিশোর মামা আধ্যাÍিক ক্ষমতার অধিকারী। ঘটনাচক্রে একদিন ভাগ্নের হাত দেখে তিনি জানান, নিশোর ভাগ্যে দুইটি বিয়ে রয়েছে। অপরদিকে নিশোর সবচেয়ে কাছের বন্ধু মৌসুমি হামিদ। যার কাছে কোনো কিছুই সে গোপন করে না। এমনই এক গল্প নিয়ে মো. মেহেদী হাসান জনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘অ্যাস্ট্রোলজার’। নাকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মৌসুমি হামিদ। এছাড়া আরো অভিনয় করেছেন সাবেরি আলম, কাজী উজ্জ্বল,সামছুল হুদা, মো: গোলাম মোস্তফা প্রমূখ। ‘অ্যাস্ট্রোলজার’ নাটকটি প্রসঙ্গে নিশো বলেন, ‘নাকটিতে আমার সঙ্গে অভিনয় করেছে মৌসুমি হামিদ। সে ভালো একজন অভিনেত্রী। আর নির্মাতা হিসেবে জনির কাজ দেখে আমি মুগ্ধ। সব মিলিয়ে চমৎকার একটি কাজ হয়েছে।’ অন্যদিকে মৌসুমি হামিদ বলেন, ‘নাকটিতে অভিনয় করতে গিয়ে বেশ উপভোগ করেছি। তাছাড়া গল্পে নতুনত্ব রয়েছে। দর্শক নাটকটি দেখে মজা পাবে।’ গত ২৩, ২৪ ও ২৫ আগস্ট রাজধানীর উত্তরা এবং টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হয়। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘অ্যাস্ট্রোলজার’ নাটকটি প্রচার হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version