এবার নিরব কে দেখা যাবে পাগলের চরিত্রে
মাথাভবির্তি উসকোখুসকো চুল। অবহেলায় গজিয়ে ওঠা লম্বা দাঁড়ি। গায়ে ছেঁড়া শার্ট আর জিন্স প্যান্ট। সাদা রঙের সেই শার্টে ছোপ ছোপ রক্তের দাগ। পদ্মার পাড়ে নিরবকে এমন অবস্থায় দেখে ভড়কে যেতে হলো। উদভ্রান্ত চেহারা নিয়ে নদীর জলে নৌকায় ভেসে আছেন তিনি। ব্যাপার কী? নিরব জানালেন, ‘পাগলের চরিত্রে অভিনয় করছি।’ ‘ভোলা তো যায় না তারে’ নামের একটি চলচ্চিত্রে এমন সাজে দেখা যাবে তাকে।এটি পরিচালনা করছেন রফিক শিকদার। এতে তার সহশিল্পী তানহা। গল্পে নিরব মুসলিম ধর্মাবলম্বী পরিবারের সন্তান। আর তানহা হিন্দু পরিবারের মেয়ে। তাদের এ সম্পর্ক মেনে নেয় না কেউ। একপর্যায়ে বিয়ে হয়ে যায় তানহার। নিরবের অবস্থা দিন দিন বেহাল হতে থাকে। পাগলপ্রায় হয়ে যান তিনি। নিরব বললেন, ‘ছবিটিতে আমার অভিনীত চরিত্রের নাম রুদ্র। প্রেমিকার বিয়ে মেনে নিতে পারে না ছেলেটি। আগে থেকেই তার শরীরে কিছু উপসর্গ ছিলো। অনিয়মের ফলে সেগুলো বহুগুণে বেড়ে যায়। প্রায়ই রক্তবমি করতে থাকে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এমন চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’ ‘ভোলা তো যায় না তারে’ ছবিতে আরও অভিনয় করছেন আদনান ফারুক হিল্লোল। এটি প্রযোজনা করছে ধলেশ্বরী ফিল্মস।