Connecting You with the Truth

এবার নিলামে ম্যাডোনার অর্জিত পুরস্কার নিয়ে বিশাল সংগ্রহশালা

b-3

বিনোদন ডেস্ক:
ম্যাডোনার অন্ধভক্তদের জন্য সুখবর। আপনার ব্যাংকে জমানো টাকা খরচ করার জন্য তৈরি হয়ে যান! তার ব্যবহৃত জিনিসপত্র ও অর্জিত পুরস্কার নিয়ে বিশাল সংগ্রহশালা নিলাম হতে যাচ্ছে। নিলামে ম্যাডোনার পোশাক থেকে শুরু করে অলঙ্কার, জুতার মতো ব্যবহার্য জিনিসপত্রের পাশাপাশি ৫৬ বছর বয়সী মার্কিন এই পপসম্রাজ্ঞীর নিজের হাতের লেখা গানের নোট, দিনের সূচি লিখে রাখা ডায়েরি থাকবে। ‘ম্যাটেরিয়াল গার্ল’ ভিডিওতে মেরিলিন মনরোর পোশাকের অনুপ্রেরণায় বানানো ম্যাডোনার গায়ে যে জামা দেখা গেছে সেটাও থাকছে। তার এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, বিলবোর্ড অ্যাওয়ার্ড সাজানো থাকবে নিলামে। আশা করা হচ্ছে, ১০০ কোটি মার্কিন ডলার পাওয়া যাবে নিলাম থেকে। ম্যাডোনার প্রচারবিদ লিজ রোজেনবার্গ জানান, আগামী ৭ ও ৮ নভেম্বর বেভারলি হিলসের জুলিয়েন নিলাম ঘরে জিনিসপত্রগুলো বিক্রি হবে।

Leave A Reply

Your email address will not be published.