Connecting You with the Truth

এবার পশ্চিম তীরে ভূমি অধিগ্রহণের ঘোষণা ইসরায়েল এর

A construction site is seen in Jewish settlement near Jerusalemআন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরো ভূমি অধিগ্রহণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় ভূমিঅধিগ্রহণের ঘটনা হতে যাচ্ছে বলে দাবি করেছে পশ্চিম তীরে ইহুদিবসতিবিরোধী একটি গোষ্ঠী। ইসরায়েলের রোববারের এ ঘোষণার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। আর যুক্তরাষ্ট্র দেশটিকে এ পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পশ্চিম তীরের বেথেলহেমের কাছাকাছি ইটজাইয়ন ইহুদিবসতির সামরিক বাহিনী পরিচালিত বেসামরিক প্রশাসন ওই এলাকা সংলগ্ন ৯৮৮ একর জমি “রাষ্ট্রীয় ভূমি” বলে ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “আমরা ইসরায়েলি সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বলেছি।” এই সিদ্ধান্তকে ফিলিস্তিন-ইসরায়েল বিরোধের দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের “বিপরীত ফল” বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি রেডিওর খবরে বলা হয়েছে, জুনে ওই এলাকায় ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস কর্তৃক দুই ইসরায়েলি কিশোরের অপহরণ ও হত্যার প্রতিক্রিয়ায় পদক্ষেপটি নেয়া হয়েছে। ওই ঘটনার পরপরই হামাসনিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় এবং দুইপক্ষ সাত সপ্তাহব্যাপী লড়াইয়ে জড়িয়ে পড়ে। মঙ্গলবার মিশরের মধ্যস্থতায় ওই লড়াই শেষ হয়। রোববার ইসরায়েলি সেনাবাহিনী ওই সিদ্ধান্তটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে, তবে এতে ভূমি অধিগ্রহণ করার কোনো কারণ দেখানো হয়নি। বিজ্ঞপ্তি দেয়ার পরবর্তী ৪৫ দিনের মধ্যে এই ভূমির ওপর কারো কোনো দাবি থাকলে তা জানাতে বলা হয়েছে। নতুন ইহুদি বসতি গড়তে এসব ভূমি অধিগ্রহণের ঘোষণা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত পশ্চিম তীরের ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপনের বিরোধী সংগঠন ‘পিস নাউ’ জানিয়েছে, একটি ইহুদিধর্মীয় স্কুল সংলগ্ন ওই এলাকায় ১০টি পরিবার বসবাস করছে। ১৯৮০ সালের পর থেকে এটিই হতে যাচ্ছে পশ্চিম তীরে সবচেয়ে বড় ইসরায়েলি অধিগ্রহণ। স্থানীয় এক ফিলিস্তিনি মেয়র জানিয়েছেন, ওই এলাকার পাহাড়ের ঢালুতে চাষ করার জলপাই বাগানগুলোর মালিক ফিলিস্তিনিরা।

Comments
Loading...