Connecting You with the Truth

এবার পুরোপুরি ময়দানে বিদ্যা

cannes1-may7
বিনোদন ডেস্ক:
একজন নয়, দু’-দু’জন কিংবদন্তির বায়োপিক বা জীবনীচিত্রের জন্য তাকেই। অফার করা হয়েছে। বিদ্যাকে ইদানীং দেখাই যাচ্ছে না বলে যারা গলা ফাটাচ্ছিলেন, তারা জেনে রাখুন এই। দু’টি বায়োপিকের একদিকে বাংলার মহানায়িকা সুচিত্রা সেন। ২০১৪-য় তার চলে যাওয়ার মুহূর্তটি আজও স্মৃতিতে, বেদনায় মর্মরিত বাঙালি হৃদয়ে। আর একজন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। দু’জনেই বিশ্বখ্যাত। রূপ-গুণ-যোগ্যতায় দু’জনেই আইকনিক চরিত্র। এমন দু’টি চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে বিদ্যার নাম উঠে আসাটা নিঃসন্দেহে বড় ঘটনা। তবে, বিদ্যা এখনও ‘হ্যা’ বলেন নি। শোনা যাচ্ছে, আপাতত দু’টি বায়োপিকেরই চিত্রনাট্য খুঁটিয়ে পড়ছেন তিনি। দেখছেন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিও। এদিকে, ইমরান হাসমির বিপরীতে চলছে তার পরের ছবির শ্যুটিং। সেই শ্যুটিং-এর ব্রেকেই। লস অ্যাঞ্জেলেস গিয়েছেন বিদ্যা। ফিরে এসেই শান্ত। বায়োপিক দু’টি ছাড়াও আরও কয়েকটি ছবিতে কাজের অফার পেয়েছেন বিদ্যা। সেই সব ছবির চিত্রনাট্য ও অন্যান্য দিক নিয়েও ভাবনা-চিন্তা চলছে। অন্যদিকে, সুচিত্রাকে নিয়ে দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি জীবনীচিত্রে রাইমা সেন অভিনয় করতে পারেন বলে সূত্রের খবর। তার আগামী ছবি কী হতে চলেছে, বায়োপিক দু’টিতেও তাকেই। পাওয়া যাবে কি না, এই সবই খুব শিগগিরই অফিসিয়ালি জানাবেন বিদ্যা।
তথ্যসূত্র বলছে, বলিউডের অন্যতম প্রতিভাধর এই অভিনেত্রী তার বিয়ে-পরবর্তী শীত-ঘুম ছেড়ে এবার পুরোপুরি ময়দানে। নিন্দুকেরা ইদানীং প্রচুর কানাঘুষো করছে তাকে নিয়ে। তাদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরেই। খবরে সেভাবে দেখা যাচ্ছে না বিদ্যাকে। ভক্তরা ভাবছে, হল কী বিদ্যার! রায় কাপুরদের পরিবারে যাওয়ার পর থেকেই উধাও। তার প্রযোজক স্বামীই বা কী করছেন। এদিকে, আদিত্য চোপড়া বউ রানির জন্য একটা ছবি শুধু বানালেন না, তাকে হিটও করিয়ে ছাড়লেন।

Comments
Loading...