Connecting You with the Truth

এবার পুলিশের ভূমিকায় সোনাক্ষী

বিভিন্ন সিনেমায় বিভিন্ন রূপে দর্শকদের মুগ্ধ করে এবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন সোনাক্ষী সিনহা। এতে সোনাক্ষীকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে তার প্রথম ওয়েব সিরিজটি।

গতকাল বিশ্ব নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় সিরিজটির প্রথম পোস্টার রিলিজ হয়েছে। যেখানে সোনাক্ষীকে দেখা গিয়েছে পুলিশের পোশাকে দাঁড়িয়ে থাকতে। তবে সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

জানা যায়, ওয়েব সিরিজটির পরিচালক রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রীতেশ সিদওয়ানি, ফারহান আখতার, জয়া আখতার এবং রিমা কাগতি।

ফিল্ম সমালোচক তরন আদর্শ এবং সোনাক্ষী নিজেও সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজটির প্রথম পোস্টারের ছবি পোস্ট করেছেন। ওয়েব সিরিজটির পোস্টার প্রকাশ করে অ্যামাজন প্রাইম ক্যাপশনে লেখে, ‘নারীরা পারে না এমন কোনো কাজ নেই। আমরা প্রত্যেকে এই কথাই বিশ্বাস করি। নারীদিবসের প্রাক্কালে সেরকমই একটি পদক্ষেপ এটি।’

Comments
Loading...