Connect with us

বিনোদন

এবার প্রথম টিভি পর্দায় সেমন্তি সৌমীর গল্প

Published

on

b-2
বিনোদন ডেস্ক:
মিডিয়া জগতে তার যাত্রাটা শুরু একটি ফ্যাশন হাউসের ফটোশুটের মধ্য দিয়ে। আর এর পরপরই কাজ করেন গ্রামীনফোনের একটি বিজ্ঞাপন চিত্রে এবং এর মাধ্যমেই দর্শকরা প্রথম তাকে দেখেন টিভি পর্দায়। আর এই তিনিটা হলেন সৌমী, পুরো নাম সেমন্তি সৌমী। মিডিয়ার এই নতুন মুখের লক্ষ্যটা শুধু টিভি বিজ্ঞাপন বা ফ্যাশন হাউসের ফটোশুটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সৌমীর স্বপ্ন ছিল অভিনয় জগতেও নাম লেখানোর। আর সেই স্বপ্ন পূর্ণতা পায় মাসুম মহিউদ্দিন পরিচালিত ‘আগুন পোকা’ নাটকের মাধ্যমে। এই নাটকে সাংবাদিক চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। এরপর তিনি একে একে কাজ করেন ‘প্রহর’, ‘রাফ ম্যান’, ‘দ্যা মাস্টারপিস’, ‘গৃহবধূ’ সহ আরও বেশকিছু নাটকে। এ প্রসঙ্গে সৌমী বললেন,’আমার লক্ষ্য নিজেকে একজন ভালো অভিনয়শিল্পী হিসেবে সবার কাছে পরিচিত করা। আমি সেই লক্ষ্য নিয়েই এখন নিজেকে গড়ে তুলছি। ‘এ মুহুর্তে সৌমী অভিনীত ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’ এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। এছাড়াও বর্তমানে সৌমী কাজ করছেন বেশ কিছু নাটকে। এর মধ্যে রয়েছে সৈয়দ সাঈদ হোসেন বাবুল পরিচালিত এক ঘন্টার নাটক ‘মন
জ্বলে’, চোখের পানি’ ও টেলিছবি ‘আকাশ ঘিরে সন্ধ্যা নামে।’ নিজেকে শুধু ছোট পর্দার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না সৌমী। তার স্বপ্ন বড়পর্দায় কাজ করে দর্শকদের মনে রাজত্ব করা। আর সেই কারণেই নিজের নাম বদলে মিডিয়ায় তিনি পরিচিত হতে চান রাজকন্যা নামে। মিডিয়ার এই রাজকন্যা এখন অপেক্ষায় আছেন তার স্বপ্নের ছবির প্রতিক্ষায়। তিনি আশাবাদী তার এই স্বপ্ন পূরণ হবে খুব শীগ্রই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *