এবার বুন্দেসলিগার ম্যাচে জয় পেল বরুশিয়া
স্পোর্টস ডেস্ক:
বুন্দেসলিগার ম্যাচে জয় ৩-২ গোলে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। অগসবার্গের বিপক্ষে অতিথি হয়ে এ জয় তুলে নেয় বরুশিয়া। বুন্দেস লিগার প্রথম ম্যাচে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়ার পর জার্গেন ক্লোপসের শিষ্যরা এবার জয় নিয়েই মাঠ ছেড়েছে। প্রথম ১৪ মিনিটেই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা। ম্যাচের ১১ মিনিটে জার্মানির মিডফিল্ডার মার্কো রিউসের গোলে প্রথম লিড নেয় বরুশিয়া। এর ঠিক তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন পাপাসতাহোপুলাস। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ অনেকটা নিজেদের করে নেয় বরুশিয়া। বিরতি থেকে ফিরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ম্যানে নিলেও কিছুটা আÍবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।