Connecting You with the Truth

এবার বড় পর্দায় প্রেমের গল্পের শখ ও নিলয়

b-2a
বিনোদন প্রতিবেদক:
শখের সাথে নিলয়ের পরিচয় এক বিয়ে বাড়ীতে। ওখানে নিলয় যায় বিয়ে ভাঙ্গতে, কারণ যে মেয়ের বিয়ে হচ্ছে তাকে অনেক ভালোবাসে নিলয়। অন্যদিকে, শখও এসেছে ঝগড়া বাধাতে। কারণ নিলয়ের গার্লফ্রেন্ডকে যে ছেলে বিয়ে করছে সে শখের বয়ফ্রেন্ড। তার মানে শখের বয়ফ্রেন্ডের সঙ্গে নিলয়ের গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে। কিন্তু এরপর কি ঘটে? এটা দর্শকরা জানতে পারবেন ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির কাহিনীতে। শখ ও নিলয় জুটির প্রথম ছবি এটি। প্রায় চার বছর পর বড় পর্দায় নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন শখ। আগামী ২৯ আগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে। নির্মাতা সানিয়াত হোসেনের প্রথম চলচ্চিত্র এটি। জানা যায়, ছবিটি প্রায় ১০০টি হলে মুক্তি দেয়া হবে। এ ছাড়া এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শম্পা রেজা, কাবিলা, জয়শ্রী কর জয়া, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ। ছবিটি প্রসঙ্গে নিলয় বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রের নাম নিলয় এবং শখের চরিত্রের নাম তানিয়া। আমাদের দুজনকে ঘিরে মজার প্রেমের ছবি এটি। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।’ ২০১০ সালে শখের মুক্তি পেয়েছিল ‘বলো না তুমি আমার’ ছবিটি। ওই ছবিতে শখের নায়ক ছিলেন শাকিব খান। শখ নতুন এ ছবিটি প্রসঙ্গে বলেন, ‘প্রেমের ছবি বলতে যা বোঝায়, তাই দেখানো হয়েছে এ ছবির গল্পে। মিষ্টি প্রেমের এ ছবিটি দর্শকদের দেখতে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানাচ্ছি।’



Comments
Loading...