Connecting You with the Truth

এবার মৌসুমেই লেভান্তে থেকে সান্তিয়াগো বার্ণাব্যুতে: নাভাস

s-4
স্পোর্টস ডেস্ক:
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোষ্টারিকার হয়ে দারুন সময় কাটিয়েছেন গোলরক্ষক কেইলর নাভাস। দলটি শেষ আটে যাওয়ার পেছনে তার অবদান ছিল অনেক। সেই সুবাদে রিয়াল মাদ্রিদের মত দামি ক্লাবে যোগ দেন তিনি। আর ক্লাবের হয়ে নিজের সেরাটাই খেলতে চান সাবেক লেভান্তে গোলরক্ষক। নাভাস জানান দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াসের মত এক নম্বরই হওয়া শুধু তার ইচ্ছে নয়, তার কাছ থেকে অনেক কিছু শিখবেনও তিনি। ২৭ বছরের এ তারকা এই মৌসুমেই লেভান্তে থেকে সান্তিয়াগো বার্ণাব্যুতে যোগ দেন। তার আগমনে রিয়াল ইতোমধ্যে দিয়াগো সিলভাকে এসি মিলানে বিক্রি করে দিয়েছে। তাই কোচ কার্লোস আনচেলত্তির দলের সেরা এগারো হয়েই খেলতে চান নাভাস। নাভাস আরো জানান এই পজিশনের জন্য তিনি নিজের সেরাটাই করবেন। যা তিনি লেভান্তে করেছিলেন। “ লেভান্তে আমার খারাপ সময় কেটেছিল। সেখানে গুস্তাভোর সঙ্গে আমার প্রতিযোগিতা করতে হয়েছিল। তবে আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করেছিলাম। ক্যাসিয়াসের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আর নিজের শতভাগ দিয়েই আমি এই ক্লাবে খেলতে চাই।”


Comments
Loading...