এবার মৌসুমে ম্যাচ শেষ করবে অলিভার জিরার্ড!
স্পোর্টস ডেস্ক:
আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার মনে করেন, অলিভার জিরার্ড এ মৌসুমে যেভাবে খেলে চলেছেন তাতে তিনি ২৫টি গোল করে মৌসুম শেষ করবেন। ফ্রান্সের তারকা ফুটবলার জিরার্ড ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে শেষ মুহুর্তে গোল করে দলকে হারের লজ্জা থেকে বাঁচায়। গত মৌসুমে তিনি আর্সেনালের হয়ে করেছিলেন ১৬টি গোল। নিজের শিষ্যের প্রসঙ্গে বলতে গিয়ে ওয়েঙ্গার ক্লাবের ওয়েবসাইটে জানান, ‘গত ইংলিশ প্রিমিয়ার লিগে জিরার্ড ১৬টি গোল করেছিল। আমি জানি দিন দিন সে তার খেলার উন্নতি করছে। আপনি কোনো ফুটবলারকে গোলের সংখ্যা জানিয়ে সীমা বেধে দিতে পারেন না। কিন্তু সে যেভাবে খেলে চলেছে, তাতে এ মৌসুমে তার ২৫ গোল হবে।’ জিরার্ড ফ্রান্স জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। দেশের জার্সি গায়ে ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার করেছেন ৯টি গোল। ২০১২ সালে আর্সেনালে যোগ দিয়ে জিরার্ড খেলেছেন ৭২টি ম্যাচ (২৮টি গোল)।