Connecting You with the Truth

এবার লিভারপুলের জার্সী গায়ে দেখা যাবে বালোতেল্লি

s-10
স্পোর্টস ডেস্ক:
আবারও ইংলিশ প্রিমিয়ার লীগে ফিরলেন ইতালিয়ান ফুটবল তারকা মারিও বালোতেল্লি। এবারের মৌসুমে ইংলিশ জায়ান্ট লিভারপুলের জার্সী গায়ে দেখা যাবে ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলারকে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের সাথে ১৬ মিলিয়ন পাউন্ডে চুক্তি সম্পন্ন করেছে লিভারপুল। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা ক্লাব ম্যানচেষ্টার সিটি থেকে ১৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসি মিলানে যোগ দেন মারিও বালোতেল্লি। ইতালিয়ান সিরি’এর অন্যতম সেরা ক্লাব এসি মিলানেও দারুণ সময় কেটেছে তার। এসি মিলানের হয়ে ৫৪ ম্যাচে ৩০ গোল করেছেন তিনি। কিন্তু দুভার্গ্য ক্লাবের হয়ে কোন শিরোপা জিততে পারেননি ‘ব্যাড বয়’ খ্যাত এই তারকা ফুটবলার। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে লিভারপুলের। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লীগ শেষ করেছে তারা। আর এক্ষেত্রে বড় অবদান ছিল দলের সেরা তারকা লুইস সুয়ারেজের। কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই লিভারপুল থেকে উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজকে কিনে নেয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আর তাই সুয়ারেজের জায়গা পুরুণ করার জন্যই মারিও বালোতেল্লিকে দলে ভিড়াল লিভারপুল। সবকিছু ঠিক থাকলে আজ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন মারিও বালোতেল্লি।


Comments
Loading...