বিনোদন
এবার লুঙ্গী ড্যান্সে বাপ্পি-আঁচল

Published
8 years agoon
বিনোদন প্রতিবেদক:
অফিসের কাজ শেষ করে রওনা হলাম বিএফডিসিতে সঙ্গী আমার আরেক সাংবাদিক বন্ধু। বিএফডিসির গেট অতিক্রম করে সবে মাত্র চার নাম্বার ফ্লোর-এর কাছাকাছি। ঠিক তখনই একটা গানের আওয়াজ শুনতে পেলাম। একটু কাছাকাছি পৌঁছাতেই ভেতর থেকে একটা গান ভেসে আসছে। লুঙ্গী ড্যান্স লুঙ্গী ড্যান্স! কৌতুহল কিছুটা বেড়ে গেল হানি সিং-য়ের লুঙ্গী ড্যান্স গানটি কে বাজাচ্ছে এইখানে? ভেতরে প্রবেশ করতেই বিশাল একটা সেট দেখতে পেলাম। অনেক মানুষ সেখানে কেউ মদ খাচ্ছেন? কেউবা লুঙ্গী ড্যান্সের তালে তালে নাচছেন। বুঝতে বাকি রইলো কোন একটা সিনেমার আইটেম গানের শ্যুটিং চলছে। মঞ্চে একঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে গানের তালে নাচছেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা আঁচল ও বাপ্পি। রূপ সাগরে সব ঝাঁপ দিতে চায়, কি করে ডুব দিবো আয় কাছে আয়। চাকদুম চাকদুম আইলো কুলসুম লুঙ্গী ড্যান্স লুঙ্গী ড্যান্স’ এমন কথার গানে এই দুই তারকা মাতিয়ে রেখেছেন পুরো শ্যুটিং ইউনিট। এভাবেই গানের তালে নাচ চলল প্রায় ঘণ্টা খানেক। মাঝে মাঝে ড্যান্স ডিরেক্টর তার দলকে নাচের তালিম দিচ্ছেন। এবার পরিচালক কাট বলে সবাইকে বিশ্রামের সুযোগ দিলেন। নায়িকা আঁচল হাসি মুখে এগিয়ে এলেন। শ্যুটিং সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বললেন, ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ ‘কুলসুম’ শিরোনামের আইটেম গানের শ্যুটিং চলছে। এই ছবিটি পরিচালনা করছেন এম.এন. ইস্পাহানী। এই প্রথম আইটেম গানে অংশ নিলাম। পাশাপাশি ছবিটির প্রধান নায়িকা হিসেবে দর্শক আমাকে দেখতে পাবেন। ‘গুডা-দ্য টেরোরিস্ট’ চলচ্চিত্রে চরিত্র প্রসঙ্গে আঁচল আরো বললেন, আমি পরিবারের বড় মেয়ে। বাবা অনেক বড় লোক। পরিবার থেকে আমাকে বিয়ে দিতে চান। আমি খুবই দুষ্টু প্রকৃতির। মারামারি করতে পারে এমন ছেলে খুব পছন্দ। একদিন আমাকে গুন্ডারা আক্রমণ করে। সেখান থেকে বাপ্পি আমাকে উদ্ধার করেন। বাপ্পির সাহস দেখে আমি ওর প্রেমে পড়ে যাই। এভাবেই ছবির গল্প আগাতে থাকে। এবার নায়কের পালা কাছে যেতেই তিনি বসতে বলেন। ছবির গল্পে নিজের চরিত্র সম্পর্কে বাপ্পি বললেন, গল্পে আমার কোন আইডেন্টিটি থাকে না। অ্যাকশন ধাঁচের ছবি গুডা-দ্য টেরোরিস্ট।’ ছবির শেষ দৃশ্য পর্যন্ত একটা সাসপেন্সের মধ্য থাকবেন। সিনেমার গল্পে নায়িকা আঁচলের সাথে তার কেমন সম্পর্কে জানতে চাইলে বাপ্পি হেসে বললেন, নায়িকা আমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে এবং আমার পেছন পেছন ঘুরতে থাকে। পরিচালকের ডাক এসেছে দুইদিন ধরে আইটেম গানটির শ্যুটিং চলছে। আজ বৃহস্পতিবার শ্যুটিং-য়ের শেষ দিন। আর তাইতো বিদায় নিলেন বাপ্পি। পরিচালক এম.এন. ইস্পাহানী ৫,৪.৩.২.১.০ বলার সাথে সাথে ফের নায়িকা আঁচলকে নিয়ে ড্যান্স শুরু করলেন তিনি।
You may like

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের নিচের মাটি শক্ত করছেন তিনি।
‘গুডবাই’ সিনেমার পর আবার বলিউডে নতুন ছবি আসছে এই নায়িকার। ছবির নার ‘মিশন মজনু’। যদিও ছবিটি ওটিটি মঞ্চে মুক্তি পাবে। সোমবার ছিল এ ছবির বিশেষ স্ক্রিনিং। সেখানেই ক্ষমা চাইতে দেখা গেল রাশমিকাকে; কিন্তু কী কারণে তিনি ক্ষমা চাইলেন?
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে দেখা যাবে দক্ষিণী নায়িকা রাশমিকাকে। এরপর তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমাল’ ছবিতে।
দিন দিন রাশমিকার জনপ্রিয়তা বাড়ছে, গত সোমবারের ঘটনায় তার প্রমাণ মিলল। ‘মিশন মজনু’ ছবিটি দেখতে আসেন এই নায়িকা। আলোকচিত্রীদের দেখামাত্র নিজস্ব ভঙ্গিতে ছবিও তুলতে দেন অভিনেত্রী।
এরপর ভক্তরা তাকে দেখতে পেয়েই দৌড়ে আসেন তার দিকে। রাশমিকা তড়িঘড়ি গাড়িতে উঠে পড়েন; কিন্তু তার ভক্তরা নাছোড়বান্দা। ছবি না তুলে যাবেন না। শেষমেশ নিরাপত্তার কারণেই গাড়ি নিয়ে চোখের পলকে বেরিয়ে যান তিনি। চলে যাওয়ার সময় হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেন ভক্তদের কাছে।

শোবিজের রঙিন সড়কে সিবা আলী খান পা ফেলেছিলেন মডেল হিসেবে। র্যাম্পে নিয়মিত কাজের পর সুযোগ আসে অভিনয়ে। সিনেমা এবং নাটকে অভিনয় করে নিজেকে মেলে ধরার চেষ্টা করেন। তবে আলোচনায় আসেন ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্টোরি অব সামারা’ সিনেমার মাধ্যমে।
এরপর বহুল আলোচিত ‘অপারেশন অগ্নিপথ’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করে নায়িকা হিসেবে পরিচিতি পান সিবা। যদিও সেই ছবিটি মুক্তির আলোয় আসেনি। অভিনয়ের অসামান্য ইচ্ছে বুকে পুষে রাখলেও নানা কারণে সে পথ দীর্ঘ হয়নি। পড়াশোনার জন্য সিবা পাড়ি জমান বিদেশে। এরপর দেশে ফিরে পড়েন মহামারিজনিত বিরতিতে। ওই বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরেছেন বটে। কিন্তু নিয়মিত হননি। এই ফাঁকে সিবা আলী খান নজর দিলেন নির্মাণে।
হ্যাঁ, ক্যামেরার সামনে থেকে সোজা পেছনে। নিজের গল্পণ্ডচিত্রনাট্যে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইতোমধ্যে বানিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর ইচ্ছেও আছে তার মনে।
এদিকে আসন্ন একুশে বইমেলা উপলক্ষে লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন সিবা আলী খান। প্রকাশ হচ্ছে তার প্রথম গল্পগ্রন্থ ‘আত্মা’। সাতটি অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পে বইটি সাজিয়েছেন তিনি। এটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন।
অভিনয় থেকে নির্মাণ ও লেখালেখিতে আসার প্রেক্ষাপট জানিয়ে সিবা আলী খান বলেন, ‘আসলে ফিল্মমেকিং নিয়ে অনেক আগে থেকেই আমার আগ্রহ ছিলো। এ বিষয়ে প্রশিক্ষণও নিয়েছি। গত বছর চারটা শর্টফিল্ম বানিয়েছি। এগুলোর গল্পণ্ডচিত্রনাট্য আমারই। তো গল্প নিয়ে এই চর্চা করতে গিয়েই মূলত লেখালেখিতে আসা। কিছু গল্প সিনেমার জন্য লিখেছিলাম, কিন্তু পরে আর বানানো হয়নি। সেগুলোকে সাজিয়েই বই করেছি।’
সিবা আলী খান নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো হলো ‘হাঙ্গার’, ‘জলিল’, ‘ফ্রিডম’ ও ‘নীতু’। এগুলো নিয়ে তার পরিকল্পনা বিস্তৃত। প্রথমে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাবেন, এরপর মুক্তি দেবেন অন্তর্জালে। অভিনয় ছেড়ে সিবার মনোযোগ তাহলে নির্মাণ আর লেখা ঘিরেই? এমন প্রশ্নের বিপরীতে তার জবাব, ‘হ্যাঁ, ফিল্মমেকিংয়ে পূর্ণ মনোযোগ দিতে চাই। এর পাশাপাশি লেখালেখি চালিয়ে যেতে চাই। আর অভিনয়ও যে করবো না, তা নয়। পছন্দসই ভালো প্রজেক্ট পেলে ক্যামেরার সামনেও কাজ করবো।’
এদিকে সিবা আলী খান অভিনীত দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হলো অনিরুদ্ধ রাসেল পরিচালিত ‘এনকাউন্টার’ ও ‘জামদানি’।

সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা নিয়ে সমাজে এক ধরনের ট্যাবু আছে। অনেক জায়গাতেই বিষয়টা নিয়ে এমনভাবে কথা বলা হয় যেন এটা বুঝি কোনও অপরাধ। কিশোর-কিশোরীদের মনে বিষয়টা প্রশ্ন উঠলে সেটার সঠিক উত্তর দেওয়ার বদলে ভুলভাল কিছু বুঝিয়ে দেওয়া হয় বা টপিক বদলে দেওয়া হয়।
আর এটার কারণেই তাদের মনে বিষয়টা নিয়ে জানার আগ্রহ, কিউরিওসিটি অনেক বেড়ে যায়। এবার সেটা নিয়ে খোলাখুলি কথা বলতে, শিক্ষা দিতে এবং অবশ্যই ট্যাবু ভাঙতে আসছেন রাকুল প্রীত সিং।
রাকুল প্রীত সিংয়ের নতুন ছবি ‘ছাত্রীওয়ালি’। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ছবিটি আগামী ২০ জানুয়ারি জি ফাইভে মুক্তি পেতে চলেছে। তার আগে ইনস্টাগ্রামে মুক্তি পেল এই ছবির ট্রেলার।
শাহরুখ-দীপিকার জন্য সরকারের কাছে চলচ্চিত্রকর্মীরা!শাহরুখ-দীপিকার জন্য সরকারের কাছে চলচ্চিত্রকর্মীরা!
ট্রেলার পোস্ট করে এই ওটিটি প্ল্যাটফর্মের তরফে লেখা হয়, ১ যদি সেফ সেক্সের শিক্ষা পুরো না পেয়ে থাকেন, তাহলে জানাই ছাত্রীওয়ালি আসছে সেটাকে পুরো করতে।’ একই সঙ্গে সেই পোস্টের ক্যাপশনে জানানো হয়, ছবিটি ২০ জানুয়ারি জি ফাইভে মুক্তি পেতে চলেছে।
এ ছবিতে টিচারের চরিত্রে অভিনয় করবেন রাকুল। তিনি তার পরিবার এবং ব্যক্তিগত জীবন দিয়ে বুঝবেন শিক্ষার্থীদের সঠিক যৌনশিক্ষা দেওয়া কতটা জরুরি।
রাকুলপ্রীতের প্রেমিক তথা ফিয়নসের চরিত্রে অভিনয় করবেন সুমিত ব্যাস। রাকুল প্রীত সিংয়ের সঙ্গে এই ছবিতে দেখা যাবে সুমিত ব্যাস, সতীশ কৌশিকসহ আরও অনেককে।
-
আন্তর্জাতিক7 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক7 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ8 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস