Connecting You with the Truth

এবার শাহরুখের মাইলস্টোন মুঘল-এ-আজম

b-6
বিনোদন ডেস্ক:
বলিউডের বাদশা শাহরুখ খান যে অভিনেতা দিলীপ কুমারের ভক্ত তা কি আপনারা জানেন? মজার ব্যাপার হল, এই দিলীপ কুমারের অভিনয়ই শাহরুখকে বলিউডে পা রাখতে সাহায্য করে। আর যদি নিলামে উঠে সেই প্রিয় অভিনেতার সিনেমার পোস্টার, তবে কি চুপ করে বসে থাকতে পারেন এই তারকা? ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন মুঘল-এ-আজম। সিনেমাটি যখন মুক্তি পেয়েছিল তখন যে সিনেমার পোস্টার ছাপানো হয়েছিল, সেই বিখ্যাত সিনেমার ২টি পোস্টার নিলামে কিনে ফেললেন সুপারস্টার শাহরুখ খান। এর জন্য খুব বেশী খরচা করতে হয় নি শাহরুখকে। মাত্র ৬ লক্ষ ৮৪ হাজার টাকার বিনিময়ে সবাইকে পিছনে ফেলে দিয়ে বিখ্যাত ২টি পোস্টার সংরক্ষণ করে ফেললেন নিজের তালিকায়। শুক্রবার রাতে মুম্বইয়ের অকশন হাউসে ‘গ্রেটেস্ট ইন্ডিয়া শো ফর আর্থ’ শিরোনামে একটি নিলাম অনুষ্ঠানে এরকমই ২২০টি পোস্টার নিলামে ওঠে। সেখান থেকে ১৬৩টি বিক্রি হয়। যার মূল্য ৫৫ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়াও, ৫০য়ের দশকের ‘শ্রী ৪২০’ য়ের অপর্ণা কাউরের অঙ্কিত একটি ছাতার তলায় রাজ কাপুর ও নার্গিসের ‘প্যায়ার হুয়া, ইকরার হুয়া’-র পরিচিত দৃশ্য নিলাম হয়ে গেল মাত্র সাড়ে সাত লক্ষ টাকা। সিনেমাটিতে শুধু রাজ কাপুর ও নার্গিসই ছিলেন না, দিলীপ কুমার, দেব আনন্দ, মধুবালা ও মীনা কুমারীও তাদের নিজস্ব অভিনয় ভঙ্গিতে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। ৬০য়ের দশকের দিলীপ কুমার অভিনীত গঙ্গা-যমুনার শৈল্পিক নমুনা ২ লক্ষ ১৬ হাজারের বিনিময়ে মোরারকা ফাউন্ডেশন কিনে নেয়? অন্যদিকে ‘মাদার ইন্ডিয়া’ ২ লক্ষ ৫২ হাজার টাকায় বিক্রি হয়ে যায়।

Comments
Loading...