Connecting You with the Truth

এবার সঞ্চালকের ভূমিকায় শাহরুখ খান‘

s-7
বিনোদন ডেস্ক:
বলিউডের অনেক নামজাদা তারকাকে ছোটপর্দামুখী হতে দেখা গিয়েছে। আর এই ছোটপর্দায় বলিউডের সম্রাট অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, এমন কি আমির খানকেও দেখা যায়। তবে মাঝে বিরতি নেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এদিকে বলিউড অন্দরমহলের গুজব ‘গট ট্যালেন্ট ওয়ার্ল্ড স্টেজ লাইভ’-এ নাকি সঞ্চালকের ভূমিকায় থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান! কিন্তু শাহরুখ জানান ভিন্ন কথা আর এই থেকেই বলিউডে ছোটপর্দায় উপস্থিতি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে শাহরুখ নিজে বলেন, এটা কোনো টিভি শো নয়, এটা ‘লাইভ শো’? ফিল্মফেয়ারের মঞ্চে শাহরুখ যেভাবে নিজস্ব স্টাইলে সঞ্চালনা করে থাকেন ঠিক সেই একই মেজাজে এই শোতেও ধরা দেবেন। ডিসেম্বরের ছয় তারিখে মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে এই বিশেষ শোর। দশ জন ভারতীয় ও বিদেশী ট্যালেন্ট ‘গট ট্যালেন্ট ওয়ার্ল্ড স্টেজ লাইভ’ শো’তে পারর্ফমেন্স করবে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ‘কার্লাসে’। সারা বিশ্ব থেকে বিভিন্ন ট্যালেন্ট খোঁজার এক নতুন মঞ্চ এনে দিল ‘গট ট্যালেন্ট’ ফ্রানচাইসি। বলিউড বাদশা শাহরুখ ‘¯¬াম’ ট্যুরে যাওয়ার আগে জানান, ‘গট ট্যালেন্ট’ যে লাইভ শো-র আয়োজন করেছে সেটা খুব ভালো উদ্যোগ। এই শোর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নানান ট্যালেন্টকে সকলের সামনে নিয়ে আসার এ এক দারুণ প্ল্যাটফর্ম। শাহরুখের ব্রিটেনের গট ট্যালেন্ট’র মতো ইন্ডিয়ার গট ট্যালেন্টকেও পছন্দ করে। তিনি জানান বিভিন্ন মানুষের মধ্যে যে বিভিন্ন রকমের ট্যালেন্ট লুকিয়ে থাকে তার যে বর্হিপ্রকাশ সেটাকে তিনি উপভোগ করেন। শাহরুখের মতে এই ফ্রানচাইসি ব্রিটেন, অস্ট্রেলিয়া ও বিভিন্ন দেশ থেকে সেরা দশ ট্যালেন্টকে তুলে ধরে। এবার ভারতে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং বলিউড কিং শাহরুখের কাছে।

Comments
Loading...