Connecting You with the Truth

এবার সিঙ্গাপুরে ফেরদৌস-সাবার ‘বৃহন্নলা’

b-8e
বিনোদন ডেস্ক:
সিঙ্গাপুরে হতে যাওয়া দর্পণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে মুরাদ পারভেজ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘বৃহন্নলা’। ফেরদৌস-সাবা জুটির দ্বিতীয় সিনেমাটি ১৯ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে। ২৩ অগাস্ট বিএফডিসিতে ‘বৃহন্নলা’-এর অডিও প্রকাশনা অনুষ্ঠানে সিনেমাটির নির্বাহী প্রযোজক সোহানা সাবা গ্লিটজকে জানান, জুন মাসে এ উৎসবে প্রদর্শনের জন্য সিনেমাটি জমা দেন তারা। সাবা জানান, বেশ কয়েকটি উৎসবে সিনেমাটি প্রদর্শনের ব্যাপারে কথাবার্তা চলছে। লিখিত সম্মতি পেলেই গণমাধ্যমকে সে খবর জানাবেন তারা। আর্থিক টানাপড়েনে ‘বৃহন্নলা’ সিনেমাটির নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু স্ত্রী সবার সমর্থনে আবার কাজ শুরু করেন। এমনকি অর্থ সংকুলান করতে প্রয়োজনে বাড়ি, গাড়ি বিক্রির কথাও ভেবেছিলেন তিনি। সে সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছিলে এটিএন। ফিল্মহকারের পাশাপাশি এটিএনও এ সিনেমার প্রযোজক হিসেবে থাকছে। ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর এ সিনেমার শ্যুটিং শুরু হয়। ১৬ জুন সেন্সর বোর্ড থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পায় এ ছবিটি। মুরাদ পারভেজের পরিচালনায় এ সিনেমাতে সাবার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। গ্রামীন রাজনীতির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সাবা এখানে ‘দুর্গা’ এবং ফেরদৌস ‘আবীর’ চরিত্রে অভিনয় করছেন। ‘বৃহন্নলা’তে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক ও কস্টিউম ডিজাইনারের দায়িত্ব পালন করছেন সাবা। ‘মেঘ এসেছে, রোদ হেসেছে’, ‘অন্তর আমার পুড়ে অঙ্গার’, ‘প্রিয় তোর কিসের অভিমান’ শিরোনামের গানগুলো গেয়েছেন কণা, ভারতের ঋতুরাজ সেন ও নবাগত প্লেব্যাক শিল্পী দেবলীনা সুর। ২০০৪ সালে ‘দৌড়’ নাটকের মাধ্যমে পরিচালনার খাতায় নাম লেখান মুরাদ। এরপর ২০০৮ সালে ‘চন্দ্রগ্রহণ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালনা শুরু করেন তিনি। প্রথম সিনেমাতেই সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় সিনেমাটি। এ সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রিয়াজ ও সাবা। ২০০৪ সালে কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পন করেন সাবা। এরপর সাবা অভিনীত ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’সহ চারটি সিনেমা মুক্তি পেয়েছে।


Comments
Loading...