Connecting You with the Truth

এবার হামবুর্গে পত্রিকা অফিসে বোমা হামলা

MOPOআন্তর্জাতিক ডেস্ক:

আগুনে বোমা হামলার শিকার হয়েছে জার্মান সংবাদপত্র হামবুর্গ মর্জেনপোস্ট, ফ্রান্সের শার্ল্ এেবদুতে হামলার পর এই সংবাদপত্রটি শার্লের কার্টুনগুলো পুনঃপ্রকাশ করেছিল। রোববারের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। বুধবার ফ্রান্সের বিদ্রুপ সাময়িকী শার্লে এবদুর প্যারিস কার্যালয়ে হামলা চালিয়ে আট সাংবাদিক ও দুই পুলিশ কর্মকর্তাসহ ১২ জনকে হত্যা করেছিল জঙ্গি দুই ভাই শেরিফ কোয়াশি ও সাইদ কোয়াশি। ওই ঘটনার প্রতিবাদে শার্লে এবদুর সঙ্গে একাত্মতা প্রকাশ করে জার্মানির অনেক সংবাদপত্রের মতো হামবুর্গ মর্জেনপোস্ট শার্লের কার্টুনগুলো পুনঃপ্রকাশ করেছিল। জার্মানির এক নারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাতে বাইরে থেকে সংবাদপত্রটির দপ্তরে আগুনে বোমা নিক্ষেপ করা হয়, এতে দপ্তরে রক্ষিত নিথপত্র পুড়ে যায়। ঘটনাস্থলের কাছ থেকে অস্বাভাবিক আচরণ করা সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিজের ওয়েবসাইটে মর্জেনপোস্ট জানিয়েছে, ঘটনার সময় তাদের দপ্তরে কেউ ছিলেন না। এই হামলার সঙ্গে শার্লে এবদু’র কার্টুন প্রকাশের কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মর্জেনপোস্ট। তদন্ত চলাকালে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরাদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Comments
Loading...