Connecting You with the Truth

এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের জয়

s-8
স্পোর্টস ডেস্ক:
এশিয়ান গেমস সামনে রেখে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে ২৫ আগস্ট বাংলাদেশে আসছে নেপাল ফুটবল দল। এর আগে শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে মামুনুল বাহিনী। খেলায় মিশুর হ্যাটট্রিকে সেনাবাহিনীর বিপক্ষে ৫-৪ গোলে জয় পেয়েছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আর্মি স্টেডিয়ামে খেলার ১০ মিনিটে তরুণ ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদের গোলে এগিয়ে গেছে অনূর্ধ্ব-২৩ দল। ১৩ মিনিটে দলকে সমতায় ফিরিয়েছেন সেনাবাহিনীর শিলন (১-১)। ১৪ মিনিটে মিশুর গোলে ফের এগিয়ে গেছে জাতীয় দল (২-১)। ২২ মিনিটে তারেক গোল করে সেনাবাহিনীকে সমতায় ফিরিয়েছেন (২-২)। ৩১ মিনিটে এবার সেনাবাহিনীকে এগিয়ে দিয়েছেন শিলন (৩-২)। ৩৯ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন তারেক। ৪-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল সেনাবাহিনী। বিরতির পর স্বরূপে ফিরেছে জাতীয় দল। ৫৬ ও ৬৩ মিনিটে পর পর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক ও দলকে সমতায় ফিরিয়েছেন মিশু (৪-৪)। ৮৩ মিনিটে জয় সূচক গোলটি করেছেন অনূর্ধ্ব-২৩ দলের সজিব।


Comments
Loading...