এশিয়ান গেমস হকিতে কঠিন গ্র“পে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
দ. কোরিয়ার ইনচনে ১৭তম এশিয়ান গেমস শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এ আসরে হকি আর কাবাডিতে কঠিন গ্র“পে পড়েছে বাংলাদেশ। হকিতে ‘এ’ গ্র“পে বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান ও সিঙ্গাপুর। এদিকে, কাবাডিতে পুরুষ ও নারী বিভাগের গ্র“পিং ঘোষণা করা হয়েছে। পুরুষ বিভাগে ‘এ’ গ্র“পে বাংলাদেশের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ভারত, তৃতীয় স্থান পাওয়া পাকিস্তান। বাকি দলটি হল থাইল্যান্ড। নারীদের বিভাগে বাংলাদেশের গ্র“পে রয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়া ও ভারত। প্রতিটি গ্র“প থেকে দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।