Connecting You with the Truth

এসি মিলানে স্প্যানিস তারকা তোরেস

s-1
স্পোর্টস ডেস্ক:
চেলসি থেকে স্প্যানিস তারকা ফুটবলার ফার্নান্দো তোরেসকে ধারে খেলানোর জন্য দলে ভিড়িয়েছে এসি মিলান। চেলসির এ স্ট্রাইকারকে আগামী ২ বছরের চুক্তিতে দলে নিয়েছে ইতালির ক্লাবটি। ব্রিটিশ ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে তোরেসকে লিভারপুল থেকে নিয়েছিল চেলসি। তাকে দলে ভেড়াতে খরচ হয়েছিল ৬৩ মিলিয়ন ইউরো। দুই ক্লাবের পক্ষ থেকে তোরেসের ধারে খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৩০ বছর বয়সী তোরেস এর আগে খেলেছেন অ্যাতলেতিকো মাদ্রিদে। মাদ্রিদের হয়ে খেলেছেন ২১৪টি

Comments
Loading...