এ্যাস্টন ভিলায় যোগ দিতে পেরে খুশি ক্লেভারলি
স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ধারের খেলোয়াড় হিসেবে এ্যাস্টন ভিলায় যোগ দিতে পেরে সন্তুষ্ট টম ক্লেভারলি। তার মতে তার জন্য এরকম পরিবর্তনের প্রয়োজন ছিল। ইংলিশ প্রিমিয়ার লীগের গত আসরে সপ্তম অবস্থানে থাকা ইউনাইটেড দলটি ব্যর্থতার জন্য বলির পাঠা বানিয়েছেন এই মিডফিল্ডারকে। চলতি মৌসুম পূর্ব সেশনকে তিনি নিয়েছিলেন কর্তৃপক্ষের ভুল ধরিয়ে দেয়ার মিশন হিসেবে। তাই ক্লাবের নেতিবাচক মনোভাব থেকে মুক্তি পেয়ে তিনি বেশ তৃপ্ত। এ বিষয়ে তিনি বলেন, ‘কোন ফুটবলার যদি নিজ দলের সমর্থকের কাছ থেকে সামান্য পরিমাণেও রুঢ় আচরণের সম্মুখিন হন তাহলে তাতে তিনি কষ্ট পান। ফুটবল হচ্ছে সবার মত প্রকাশের একটি খেলা। তবে আপনি কখনো সবার মন জয় করতে পারবেন না। কিছু নেতিবাচক পরিস্থিতিতে পড়ে আমি এখান থেকে দূরে চলে যেতে পেরে খুশি। ম্যানচেস্টার ইউনাইটেডে যখন আপনি শিরোপা জয় করতে পারবেন না তখন সমর্থকরা খেলোয়াড়দের ব্যাপারে কঠোর হবেই।’ এবারের মৌসুমপুর্ব খেলাগুলোতে বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরে ক্লেভারলি ছিলেন দলের নিয়মিত ও সক্রিয় সদস্য। যদিও কোচ লুইস ভ্যান গাল তাকে বাড়তি খেলোয়াড় হিসেবেই মনে করছেন, তাতেও খুব একটা খারাপ অনুভূতি তার মধ্যে আসছেনা। তিনি বলেন, ‘আমি কোনরকম আবেগতাড়িত বা ওই জাতীয় কোন অনুভূতি বোধ করছিনা। আমি চির বিদায় জাতীয় কিছুও বলতে চাইনা। আমি চাই নিজেকে গড়ে তুলতে। এটি সেক্ষেত্রে কাজে লাগবে। আমার ব্যাপারে লুইস ফন গাল সব সময় ছিলেন খেলামেলা। মৌসুম পুর্ব সেশনে আমি ভাল করেছিলাম। আমাদের দল এসময় সবগুলো ম্যাচে জয়লাভ করেছে। তবে তার চিন্তাধারায় রয়েছে নিজস্ব কিছু খেলোয়াড়। কোচ বিষয়টি আমাকে পরিস্কার করে বুঝিয়ে বলেছেন। সেখানে আমার জায়গা নেই।’