Connecting You with the Truth

এয়ারপোর্ট সড়কের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করলেন চসিক মেয়র

ব্যুরো অফিস চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর ভিআইপি এয়ারপোর্ট সড়কের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পায়ে হেঁটে চলমান উন্নয়ন কাজ দেখেন তিনি এবং কাজের গুণগতমানও পরীক্ষা করেন। এয়ারপোর্ট সড়কের উন্নয়ন কাজে এ পর্যায়ে এডিপি’র অধীনে প্রায় ১০ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। প্রায় সাড়ে ৮ হাজার ফুট দৈর্ঘ্য ও ৪৮ ফুট প্রস্থ এ সড়কটির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। মেয়র অবশিষ্ট নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এয়ারপোর্ট সড়কের নির্মাণ কাজ পরিদর্শনকালে মেয়র বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে। তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত সড়কসমূহের মেরামত কাজে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হচ্ছে। মেয়র বলেন, ১ শত কোটি টাকা সড়ক মেরামত কাজে ব্যয়িত হবে। মেয়র বলেন, নগরীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিচ্ছন্নতা খাতে সিটি কর্পোরেশন সেবা দিয়ে যাচ্ছে। তিনি কর্পোরেশনের নাগরিক সেবার কাজে সকলের সহযোগিতা চান। সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, সহকারী প্রকৌশলী আবু ছিদ্দিক, উপ-সহকারী প্রকৌশলী নুর সোলেমান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ লোকমান, নুরুল হুদা, আবু তাহের, ফেরদৌস, খোরশেদ আলম, মিনহাজ উদ্দিন, দিদারুল আলম ও ইউসুফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...