Connecting You with the Truth

এ পর্যন্ত ১৫ বাংলাদেশি হজ্বযাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
২০১৪ সালে হজ্ব¡ পালন করতে এসে হৃদরোগসহ বিভিন্ন কারণে এ পর্যন্ত মারা গেছেন ১৫ বাংলাদেশি হজ্বযাত্রী। এর মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ২ জন। ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা গেছেন। হজ্ব মিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এদের মধ্যে অনেকের মরদেহ জানাজা শেষে মক্কা এবং মদীনায় দাফন করা হয়েছে। অনেকের মরদেহ দাফন করা হবে। তবে কারো মরদেহ দেশে পাঠানো হবেনা। মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোসাম্মৎ মাছুদা খাতুন (৮২), তার পাসপোর্ট নম্বর বিএ০৭৫৪৯৮১; ফিরোজপুর জেলার ডোপাবাড়ী গ্রামের বাসিন্দা মো. শাহাজান শিকদার, তার পাসপোর্ট নম্বর বিবি০৩৯৩০৪৭; ফেনী জেলার আব্দুল ছালাম (৭৭), তার পাসপোর্ট নম্বর বিবি০৩০৭০২২; ঢাকা জেলার মো. শাহবুদ্দিন মিয়া (৬৯), তার পাসপোর্ট নম্বর এবি৯৫০২৩৩৭; নওগাঁ জেলার ফিরোজা খাতুন (৬৫), তার পাসপোর্ট নম্বর বিবি০০৮৬৭৪৭।
এছাড়া নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দারমোরাই সকিন শুকারি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম (৯২), তার পাসপোর্ট নং বিএ ০৭৮১৮৮৫; সিরাজগঞ্জ জেলার সগুনা গ্রামের বাসিন্দা মো মতিউর রহমান (৬৪), তার পাসপোর্ট নম্বর বিবি০১০০৪৩৬; সিরাজগঞ্জ জেলার মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), তার পাসপোর্ট নম্বর বিএ০৭৮৭৮০৭; চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা আমিন উল্লাহ হাফিজ (৭৯), তার পাসপোর্ট নং এএফ৪৭৬৮৬৮; নরসিংদী জেলার শিবপুর থানার দক্ষিণ কারারচর গ্রামের আবুল কাশেম (৬২), তার পাসপোর্ট নম্বর ওএ৯০১৬১২৭; রাজশাহী জেলার মোহাম্মদ শাহজ্বাহান আলী, (৭৫) তার পাসপোর্ট নম্বর এসি১১৫৯৫০৯; পাবনা জেলার চাদনিচর উপজেলার নারিকেল পাড়া গ্রামের মো. আকবর হোসাইন তার পাসপোর্ট নম্বর বিএ০০৪৯৬৬১; নোয়াখালী জেলার সুদারাম উপজেলার মো. নুরুল হোসাইন (৬১) তার পাসপোর্ট নম্বর এজি৭৬০৪৭৭৫ ও একই জেলার চাটখিল উপজেলার তোফাজ্জল হোসাইন (৫৯), তার পাসপোর্ট নং বিএ০৮৫০৯৫০। হজ্ব মিশনের তথ্য মতে, শুক্রবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়ার ১৭৪টি ফ্লাইটে মাধ্যমে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় (গাইডসহ) ৬৬,৩১৪ জন হজ্বযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৯৮,৬৮৩ জন বাংলাদেশির হজ্ব পালনের কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০১৪ সনের ৪ অক্টোবর হজ্ব অনুষ্ঠিত হবে।

Comments
Loading...