Connecting You with the Truth

এ বছরই গ্র্যাজুয়েটের জন্য ফরম ফিলাপ করবেন সোনম

06_sonamবিনোদন ডেস্ক:
বই পড়তে বেজায় ভালোবাসেন। বইপোকাই নাকি বলা যায় তাকে। তবু ২৯ বছর বয়সেও গ্র্যাজুয়েশনের চৌকাঠ পেরনো হয়নি সোনম কাপুরের। নায়িকা ঠিক করেছেন, এবছর পরীক্ষাটা দিয়েই দেবেন। সিভিতে অভিনয় নিয়ে একের পর এক নাম যোগ হতে থাকলেও, শিক্ষাগত যোগ্যতা থমকে আছে সেই ক্লাস টুয়েলভেই। সোনম জানিয়েছেন, তার জীবনের এ এক বড় আক্ষেপ। সঞ্জয় লীলা বনশালির ‘সাবরিয়া’ ছবিতে বলিউডে অভিনয়ের জগতে পা রাখেন সোনম। তবে বেশ কিছু বছর গ্ল্যামার দুনিয়ায় কাটানোর পর, সোনম নিজেই মনে করেন বেশ তাড়াতাড়ি তিনি চলে এসেছিলেন এই জগতে। তার মতে, আরও বছর চারেক তার অপেক্ষা করা উচিত ছিল। তা যদি হত তা হলে গ্র্যাজুয়েট হয়েই বলিউডে পা রাখতে পারতেন তিনি। তবে তা আর সম্ভব হয়নি। আর তাই আপাতত ১২ ক্লাসের বিদ্যা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। তবে এবার তিনি মতো বদলেছেন। ঠিক করেছেন, এ বছরই গ্র্যাজুয়েটের জন্য ফরম ফিলাপ করবেন। অভিনয়ের পাশে পাশে ফ্যাশন-ডিজাইনিং নিয়েও ব্যাপক আগ্রহ সোনমের। ভবিষ্যতে বোনকে নিয়ে একটি ফ্যাশন স্টোরও খুলতে চান। আপাতততার কাজ সালমান খানের সঙ্গে। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে দেখা যাবে তাকে। ছবির শ্যুটিং চলাকালিন অসুস্থও হয়ে পড়েন তিনি। সে সব কাটিয়ে আবার শ্যুটিংয়ে ফিরেছেন তিনি। তবে এ বছর কাজের পাশাপাশি পড়াশোনাও এগিয়ে নিয়ে যাওয়াই সোনমের ইচ্ছে।

Comments
Loading...